দরজা খোলা: মমতা

পশ্চিমবঙ্গের সীমানাবর্তী অসমের ধুবুরিতে যে এনআরসি প্রসঙ্গ তুলবেন মমতা, সেটা আশা করছিল স্থানীয় রাজনৈতিক মহল। মমতার কথায়, “ডিটেনশন ক্যাম্প!

Advertisement

নমিতেশ ঘোষ

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৯ ০৪:১৮
Share:

প্রত্যাশিত ভাবে শুক্রবার ধুবুরির সভা থেকে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি-কে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ তুললেন, ‘ডিটেনশন শিবিরে’ মহিলা ও শিশুদের আটকে রেখে অমানবিক আচরণ করছে বিজেপি সরকার। একই সঙ্গে তিনি সেখানকার মানুষদের প্রতি বার্তা দেন, ‘‘আপনাদের কোনও ভয় নেই। রাষ্ট্রপুঞ্জের নিয়ম আছে, কেউ বিপদে পড়লে আশ্রয় দিতে হয়। আপনাদের দ্বিতীয় বাসস্থান বাংলা।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

পশ্চিমবঙ্গের সীমানাবর্তী অসমের ধুবুরিতে যে এনআরসি প্রসঙ্গ তুলবেন মমতা, সেটা আশা করছিল স্থানীয় রাজনৈতিক মহল। মমতার কথায়, “ডিটেনশন ক্যাম্প! কীসের ডিটেনশন ক্যাম্প? অমানবিক ভাবে বাচ্চাদের পর্যন্ত আটকে রাখা হয়েছে। মা-বোনেদের রাখা হয়েছে।’’ তার পরেই স্থানীয়দের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘‘আমরা আপনাদের জন্য লড়াই করেছি। মনে রাখবেন, তৃণমূলকে ভোট দিলে আপনাদের জন্য লড়াই করবে। আপনি যদি খেতে না পান, থাকার জায়গা না পান, আমাদের ঘর খোলা আছে।” বিজেপি অবশ্য তৃণমূল নেত্রীর বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। দলের রাজ্যের সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন বলেন, “উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। ওঁর ভাইপো সম্পর্কে সবাই জানেন। এমন কারও বক্তব্যের গুরুত্ব নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement