কৃষকদের উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ছবি: টুইটার থেকে
কৃষকদের সঙ্গে বার্তালাপের অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর নিশানায় পশ্চিমবঙ্গ। রাজ্যে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি চালু না করায় কৃষকদের ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেন, ‘রাজনৈতিক কারণেই পশ্চিমবঙ্গে কিসান নিধি চালু করা হচ্ছে না।’
কংগ্রেস, বাম এবং এ রাজ্যের তৃণমূল সরকারকে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কৃষকদের আলোচনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘সরকার আপনাদের সব সমস্যা নিয়ে খোলা মনে আলোচনা করতে তৈরি। আপনারা তথ্য পরিসংখ্যান ও যুক্তি দিয়ে আলোচনায় বসুন। আপনাদের সব সমস্যা সরকার যথাসাধ্য সমাধানের চেষ্টা করবে।
শুক্রবার পিএম কিসান নিধি প্রকল্পের কিস্তির ১৮ হাজার কোটি টাকারও বেশি কৃষকদের অ্যাকাউন্টে জমা করেছেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকদের সঙ্গে বার্তালাপ সেরেছেন। পিএম কিসান সম্মান নিধি, কিসান ক্রেডিট কার্ড, ফসল বিমার মতো নানা প্রকল্পের সুবিধা কৃষকরা পাচ্ছেন কিনা, সেই সব বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। কৃষকরাও মত বিনিময় করেন মোদীর সঙ্গে।
প্রধানমন্ত্রীর বক্তব্য:
• আপনারা তথ্য, যুক্তি, বিচার দিয়ে ভাবুন
• কৃষকদের প্রতি আবেদন, কারও কথায় ভুলবেন না, কারও প্ররোচনায় পা দেবেন না
• তাঁরা যে সব বিবৃতি দিয়েছেন, যে সব কথা বলেছেন, সে সব ভুলে গিয়ে সবাইকে আবেদন, আপনাদের সঙ্গেও আলোচনায় তৈরি, কিন্তু আলোচনা ইস্যুভিত্তিক হবে, তথ্যের ভিত্তিতে হবে
• সেই সব রাজনৈতিক নেতা, যাঁরা কৃষকদের ভুল বোঝাচ্ছেন, সেই সব নেতাদের পরিচয় সবাই জানেন
• কিন্তু তার জন্য আলোচনা করুন, কষকদের যে কোনও সমস্যা নিয়ে আলোচনা করতে সব সময় সরকার প্রস্তুত, আমরা খোলা মনে আলোচনা করতে চাই
• তর্ক আর তথ্যের উপর যে কোনও আইনেই সামান্য কিছু ত্রুটি-বিচ্যুতি হতে পারে
• এত বড়় আন্দোলন চালাচ্ছেন যাঁরা, সেই সব ভোটে তাঁদের প্রত্যাখ্যান করেছেন গ্রামীণ মানুষ
• বেশ কয়েকটি রাজ্যে পঞ্চায়েত স্তরে ভোট হয়েছে
• কৃষকদের আমরা আশ্বস্ত করছি, আপনাদের স্বার্থে কোনও আঁচ লাগতে দেব না
• এমন পরিস্থিতিতেও দেশের কোটি কোটি কৃষক নতুন আইনকে সমর্থন করেছে
• একটা দল, যাঁদের গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, তাঁরাই কষকদের ভুল বোঝানোর চেষ্টা করছে
• অনেক সংস্থা পশুপালকদের সঙ্গে চুক্তি করে, দুধ কিনে প্যাকেটজাত করে বিক্রি করে, কিন্তু আপনি কখনও শুনেছেন, কোনও সমস্থা প্রতারণা করেছে
• আপনারা জানেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দুধ কোন দেশে উৎপাদন হয়? আমাদের দেশে হয়
• এখন কৃষকদের ঝুঁকি নেই, কিন্তু লাভ পুরোটাই কৃষকদের
• কোনও পরিস্থিতিতে এমন পরিস্থিতি তৈরি হল যে ফসল ভাল হল, দামও হল, চুক্তিকারী সংস্থা তা হলে বোনাসও কৃষককে দেবে
• এগুলো কি কৃষকদের জন্য সুবিধাজনক নয়? এতে কৃষকদের ভাল হবে কি হবে না?
• কোনও কারণে ফসল নষ্ট হলে বা খারাপ হলেও চুক্তিকারী সংস্থা চুক্তিতে উল্লিখিত দাম দিতে বাধ্য
• ফলে তাঁরা অত্যাধুনিক ব্যবস্থা কৃষকদের দেবে, উন্নত বীজ দেবে, কারণ তাতে তাদের লাভ বেশি হবে
• কোনও কৃষকের সঙ্গে কেউ চুক্তি করে, তা হলে সেই সংস্থাও চাইবে ফসল ভাল ও বেশি হোক
• কৃষক যদি ফসল বিক্রি করতে চায়, তা হলে যে কারও কাছে বিক্রি করতে পারেন
• নতুন আইনের ফলে কৃষকরা সরকারি আধিকারিকের কাছে গিয়ে আইনি ব্যবস্থাও নিতে পারেন এই সব দালাল ফড়েদের বিরুদ্ধে
• কিন্তু এখন সেই সব ব্যবস্থা বন্ধ করতে ব্যবস্থাও নেওয়া হচ্ছে
• আপনারা ভাল করেই জানেন, আগে কৃষক মান্ডিতে যেতে পারতেন না, তাঁরা অন্যের কাছে বিক্রি করে দিতেন
• পঞ্জাবে তো এই ব্যবস্থা বহু আগে থেকেই চালু রয়েছে
• বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেও চাষ করতে পারবেন
• নতুন আইন হওয়ার পরেও সরকার রেকর্ড পরিমাণ ফসল কৃষকদের কাছ থেকে কিনেছে
• আজ যাঁরা আন্দোলন করছেন, তাঁদের মধ্যে সাধারণ কৃষকও রয়েছেন, তাঁদের জিজ্ঞেস করুন, তাঁরাও ভাল দামে ফসল বিক্রি করেছেন
• ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে, নতুন আইনের পরেও হয়েছে
• কিন্তু কোথাও আপনারা শুনেছেন, একটাও মান্ডি বন্ধ হয়েছে
• কিছু লোক বলছে, মান্ডি তুলে দেওয়া হবে
• আজ নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রচুর মিথ্যে ছড়াচ্ছে
• এখন জ্যাম, চিপসের সংস্থায় বিক্রি করতে পারেন, তো অসুবিধা কোথায়
• কিন্তু অন্যদের কাছেও বিক্রি করতে পারেন
• আপনি মান্ডিতে বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারেন
• মান্ডিতে ন্যূূনতম সহায়ক মূল্যে বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারেন
• যেখানে উপযুক্ত দাম মিলবে, সেখানেই বিক্রি করতে পারেন
• কিন্তু এখন নতুন আইনের পর আপনারা যেখানে ইচ্ছে, আপনাদের ফসল বিক্রি করতে পারেন
• এখন কৃষকদের ফসল বিক্রি করতে বাধ্য ছিল মান্ডিতে
• কৃষি ব্যবস্থাকে আধুনিক করার প্রয়াস চলছে
• কৃষকদের জমি কেড়ে নেওয়ার খবর কাদের বিরুদ্ধে হয়েছে আমরা জানি
• আজ কিছু মানুষ কৃষকদের জমি নিয়ে কথা বলছে
• পশুপালন, মৌমাছি পালন থেকে শুরু করে সব চাষে উৎসাহ দিচ্ছে
• হিমঘর তৈরিতে কোটি কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার
• গ্রামের পাশেই হিমঘর, বিক্রির জায়গা তৈরি হোক, এটা আমরা চাই
• আমরা চাই, কষকদের শুধু ফসল ভাল ও বেশি হোক, তাই নয়, দামও বেশি পান তাঁরা
• আজ যাঁরা আন্দোলন করছেন, তাঁরাই আগের সরকারে ছিলেন, এঁরাই স্বামীনাথন কমিটির রিপোর্টের উপরে বসে ছিলেন
• স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী ফসলের ন্যূনতম দাম অনেক বাড়ানো হয়েছে
• সামান্য প্রিমিয়াম দিয়ে বড় অঙ্কের ফসল বিমার টাকা মিলছে, এই বছর ৮৭ হাজার কোটি টাকার ক্লেম জমা পড়েছে
• সারা দেশের কৃষকদের কিসান সম্মান নিধির সুবিধা মিলছে
• চাষের খরচ কমাতে আমাদের সরকার অনেক কাজ করেছে
• কৃষিতে উন্নত দেশগুলিতে কী ভাবে কাজ হচ্ছে, কী কাজ হচ্ছে, তা খতিয়ে দেখে আমরা একাধিক লক্ষ্যে কাজ করতে শুরু করলাম
• আমরা ২০১৫ সালে কৃষকদের সমস্যা নিয়ে কাজ করতে শুরু করলাম
• কৃষক গরিব থেকে আরও গরিব হয়েছে
• কিন্তু কৃষকদের জন্য আগের সরকারগুলো কিছুই করেনি, প্রতিশ্রুতি দিয়েছে, ভোটের পরে ভুলে গিয়েছে
• ফসল বিমার কোনও সুবিধা পেতেন না, চাষের জল মিলত না, তবু অনেক পরিশ্রম করে যে ফসল ফলাতেন, তাঁদের সেই ফসল বিক্রি করতে পারতেন না
• কিন্তু কৃষকরা এদের চিনে ফেলেছেন
• আগের সরকারের বিভিন্ন নীতির জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ছোট কৃষকদের
• আবার এরাই (বামেরা) পৌঁছে গিয়েছে পঞ্জাবে, এরাই দিল্লিতে আন্দোলন করছে। কেরলে এদেরই সরকার। কিন্তু কেরলে মান্ডি চালু করছে না
• মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছর ধরে রাজ্য চালাচ্ছেন। ৩০ বছর সরকার চালিয়ে যে দল এখন বিরোধী, তাঁরাও এক দিনও আন্দোলন করেনি। এই দল কৃষকদের জন্য এক দিনও আন্দোলন করেননি, কৃষকদের জন্য এক বারও আওয়াজ তোলেনি।
• গত ৩ দশক ধরে একটি দল সরকার চালিয়েছে, বাংলাকে কোথা থেকে কোথায় নামিয়েছে
• অনলাইনে বহু কৃষক আবেদন করেছেন, কিন্তু রাজ্য সরকার সেই আবেদনও আটকে রেখেছে
• ফলে ৭০ লক্ষ কৃষক বঞ্চিত হচ্ছেন
• রাজনৈতিক কারণেই পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করছে না
• কিন্তু আমার দুঃখ সারা দেশে চালু হলেও শুধুমাত্র পশ্চিমবঙ্গ চালু করেনি কিসান সম্মান নিধি প্রকল্প
• পিএম কিসান নিধি প্রকল্পের যাতে অপব্যবহার না হয়, সেই ব্যবস্থা করা হয়েছে
• এটাই তো গুড গভর্ন্যান্স
• আজ কম্পিউটারের একটা ক্লিকেই ১৮ হাজার কোটি টাকারও বেশি টাকা পৌঁছে গেল
• আমি খুশি, যে আজ দিল্লি থেকে যে টাকা কৃষকদের দেওয়া হয়, তা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ে, কোনও ভাবে অন্য হাতে যায় না
• আজ দেশের যে উন্নয়ন হচ্ছে, গরিব, কৃষকদের অবস্থার উন্নতি হচ্ছে, তারও সূচনা বাজপেয়ীজির হাতেই
• আজ গোটা দেশ তাঁকে প্রণাম জানাচ্ছে
• প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প থেকে সোনালি চতুর্ভূজ প্রকল্প করেছেন
• গ্রাম ও গরিবদের দুর্দশা ঘোচাতে অটলজি অনেক কাজ করেছেন
• এই উপলক্ষে দেশবাসী গুড গভর্ন্যান্স ডে পালন করছে
• আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মজয়ন্তী
• আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজ ক্রিসমাস, সারা দেশে শান্তি ও সম্প্রীতির ভাবনা বজায় থাক
লাইভ আপডেট:
উত্তরপ্রদেশের কৃষকদের সঙ্গে বার্তালাপ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী: নতুন কৃষি আইন যে হয়েছে, তাতে কি সুবিধা পাচ্ছেন?
কৃষক: আমরা ধান, গম, সবজি চাষ করি। আগে বাজারে বিক্রি করতাম। এখন একটা সংস্থার সঙ্গে চুক্তি করে বিক্রি করছি। তাতে অনেক লাভ হচ্ছে।
---
• মধ্যপ্রদেশের কৃষকদের সঙ্গে বার্তালাপ
প্রধানমন্ত্রী: সরকারি কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনি? আগে যে ভাবে ফসল বিক্রি করতেন, নতুন আইন আসার ফলে কিছু পরিবর্তন এসেছে, কোনও লাভ হয়েছে?
কৃষক: আমার ২ হেক্টরের মতো জমি আছে। তাতে রসুন, আদা, নানা রকমের ডালের চাষ করি। আগে আমাদের কাছে একটাই বিক্রির জায়গা ছিল, মান্ডি। এ বার নতুন আইনের ফলে অন্য সংস্থার কাছে বিক্রি করতে পারছি। এ বার যেমন সয়াবিন আমি একটা সংস্থার কাছে বিক্রি করেছি। ওই সংস্থা সঙ্গে সঙ্গেই টাকা দিয়ে দিয়েছে। তা ছাড়া ফসলে কি কি সমস্যা কত, দাম কত?
প্রধানমন্ত্রী: কিছু নেতা যে প্রচার করছে বেসরকারি সংস্থা জমি নিয়ে যাবে। সেটা কি সত্যি?
কৃষক: না না আমাদের অনেক লাভ হচ্ছে।
কৃষক: তবে আমাদের একটা সমস্যা রয়েছে, বন্য পশুর অত্য়াচারে আমাদের ফসলের প্রচুর ক্ষতি হয়
প্রধানমন্ত্রী: সেটা ঠিকই। এই সমস্যা বহু জায়গায় রয়েছে। কিন্তু এখন যে সব কৃষক আন্দোলনে বসে রয়েছেন, তাঁরাই আবার পরিবেশ আন্দোলনের নামে এই সব পশু কোনও কারণে মারা গেলে জেলে পুরে দেয়। এরা এই সবই লোক।
----
• মহারাষ্ট্রের লাতুরের কৃষকদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী
কৃষক: হ্যা, আমি ২৫৮০ টাকা প্রিমিয়াম দিয়েছিলাম। কিন্তু গত বছর সয়াবিন চাষে বৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়েছিল। তাতে ৫৪ হাজারের কিছু বেশি টাকা পেয়েছি।
প্রধানমন্ত্রী: ফসল বিমা যোজনার লাভ কখনও পেয়েছেন?
কৃষক: ছোলা, মটর, মুুসুরের মতো বিভিন্ন প্রকারের ডালের চাষ করি। আমার অনেকগুলো গাই আছে। দুধ বিক্রি করেও আয় করি
প্রধানমন্ত্রী: আপনার কাছে কতটা জমি আছে? আগে কিছু করতেন?
---
• ওড়িশার কৃষকদের সঙ্গে প্রধানমন্ত্রী
কৃষক: হ্যাঁ, স্যর, পেয়েছি, তাতে অনেক সুবিধা হচ্ছে। আমার এক একরের মতো জমি রয়েছে। ধানের চাষ করি। ওই কিসান ক্রেডিট কার্ড থেকে ঋণ পেয়েছি। কিসান সম্মান নিধি প্রকল্পের টাকাতেও অনেক সুবিধা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ
প্রধানমন্ত্রী: আপনি কিসান ক্রেডিট কার্ড পেয়েছেন?
-----
• অরুণাচলের কৃষকদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী: কিন্তু কিছু কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছেন যে বেসরকারি সংস্থা জমি নিয়ে যাবে
কৃষক: না, আমরা শুধু আদা বিক্রি করি। কিন্তু সংস্থা জমি নেয় না
প্রধানমন্ত্রী: আপনি এক প্রকারে ছোট সংস্থাকে বেসরকারি সংস্থাকে যুক্ত করেন, তা হলে ওই জমি বেসরকারি সংস্থা তো নিয়ে যাচ্ছে না?
কৃষক: আমরা জৈব চাষ করি, এই টাকা চাষের কাজে এবং শ্রমিকদের জন্য খরচ করি
প্রধানমন্ত্রী: কিসান নিধি প্রকল্পের টাকা আপনারা কী ভাবে কাজে লাগান
---
• বাটন টিপে কিসান সম্মান নিধি প্রকল্পের কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠালেন প্রধানমন্ত্রী
কৃষিমন্ত্রীর বক্তব্য:
• পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে আবেদন করব, এই প্রকল্প চালু করুন
• এই প্রকল্পের সুবিধা তাঁরাও পেতে পারেন, ৪ হাজার ২০০ কোটি টাকা থেকে বঞ্চিত হচ্ছেন
• পশ্চিমবঙ্গ ছাড়়া দেশের সব রাজ্যেই এই প্রকল্প চালু হয়েছে
• ১১ কোটি ৪০ লক্ষ কৃষক এই প্রকল্পে যুক্ত হয়েছেন
• এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সব কৃষক
• পিএম কিসান সম্মান নিধি যোজনায় কৃষকরা শক্তিশালী হয়েছেন
• কৃষকদের আয় বাড়ানোর জন্য প্রযুক্তিগত সাহায্য দেওয়া হচ্ছে কৃষকদের
• ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে, সরকারি ফসল কেনার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে
• কৃষি অর্থনীতিতে শক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে নানা প্রকল্প নেওয়া হয়েছে
• কোভিড অতিমারির মধ্য়েও ব্যাপক ফলন হয়েছে, কৃষকরা ফসল ঘরে তুলতে পেরেছেন
• অটল বিহারি বাজপেয়ীর সময়েও কৃষিতে বিরাট গুরুত্ব দেওয়া হয়েছিল
• আজ কৃষকদের অ্যাকাউন্টে ১৮ হাজার ৯৮ কোটি টাকা জমা দেবেন। ২ ঘণ্টার মধ্যেই সেই টাকা পৌঁছে যাবে