হঠাৎ সম্প্রচার বন্ধ টিভিতে

অমিতের মন্তব্যের বিরোধিতা করেন অসমের কংগ্রেস সাংসদ রিপুন বরা। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু রিপুনকে জানান, তিনি এ রকম করতে থাকলে আজ গোটা দিনের জন্য তাঁকে সভার বাইরে থাকতে হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৩
Share:

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বলতে শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদের প্রবল চিৎকারে তখন উত্তাল রাজ্যসভা। আচমকাই বন্ধ হয়ে গেল রাজ্যসভা টিভির সরাসরি সম্প্রচার। কিছু ক্ষণ পরে যখন সম্প্রচার চালু হয়, তত ক্ষণে সভার পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে। কোথাও গোলমাল নেই। আজ দুপুরের এই ঘটনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, বিতর্কিত বিলটি নিয়ে অমিত শাহ যখন বিরোধীদের আক্রমণের মুখে পড়েছেন, ঠিক তখনই কেন বন্ধ করা হল সম্প্রচার।

Advertisement

অমিতের মন্তব্যের বিরোধিতা করেন অসমের কংগ্রেস সাংসদ রিপুন বরা। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু রিপুনকে জানান, তিনি এ রকম করতে থাকলে আজ গোটা দিনের জন্য তাঁকে সভার বাইরে থাকতে হবে। বেঙ্কাইয়ার কথাতেই রাজ্যসভা টিভির সম্প্রচার বন্ধ হয়। রাজস্যভার চেয়ারম্যান কখনও সম্প্রচার বন্ধ করতে চাইলে একটি লাল রঙের বোতাম টিপতে পারেন। সেটি জ্বলতে দেখেই সম্প্রচার বন্ধ করা হয়। আজও তেমনটাই হয়েছে। সভার পরিস্থিতি শান্ত হলে সম্প্রচার ফের শুরু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement