ছয় রাজ্যের সাত বিধানসভা আসনে উপনির্বাচনের ফলঘোষণা। ছবি: পিটিআই।
গণনা শেষে উত্তরপ্রদেশের ঘোসি কেন্দ্রে এসপি প্রার্থী সুধাকর সিংহ ৪২,৭৫৯ ভোটে বিজেপি প্রার্থী দারা সিংহ চৌহানকে পরাস্ত করেছেন।
২৪ রাউন্ড গণনার শেষে ৩০,৬২৬ ভোটে এগিয়ে এসপি প্রার্থী সুধাকর সিংহ। পিছিয়ে বিজেপি প্রার্থী দারা সিংহ চৌহান। মোট ৩৩ রাউন্ড ভোটগণনা হবে।
উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বসন্ত কুমারকে ২,৪০৫ ভোটে পরাজিত করে জয়ী হলেন বিজেপি প্রার্থী পার্বতী দাস।
ঝাড়খণ্ডের ডুমরি বিধানসভার উপনির্বাচনে বিজেপি সমর্থিত আজসু প্রার্থী যশোদা দেবীকে ১৭,১৫৩ ভোটে হারালেন সে রাজ্যের শাসকদল জেএমএম প্রার্থী বেবি দেবী।
ঘোসি কেন্দ্রে প্রায় ২৫ হাজার ভোটে এগিয়ে এসপি। পিছিয়ে বিজেপি।
ঝাড়খণ্ডের ডুমরি কেন্দ্রে পাঁচ হাজারেরও বেশি ভোটে এগিয়ে গেলেন জেএমএম প্রার্থী। পিছিয়ে বিজেপি সমর্থিত আজসু প্রার্থী।
কেরলের পুথুপ্পাল্লি বিধানসভার উপনির্বাচনে ৩৭,৭১৯ ভোটে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী চান্ডি উমেন। পরাজিত সিপিএম প্রার্থী সিপিএমের জ্যাক সি টমাস।
কেরলের পুথুপ্পাল্লি আসনে ৪০ হাজার ভোটে এগিয়ে কংগ্রেস। দ্বিতীয় স্থানে সিপিএম।
উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রে এগিয়ে বিজেপি। অনেকটাই পিছিয়ে কংগ্রেস।
উত্তরপ্রদেশের ঘোসিতে বিজেপি প্রার্থীর থেকে প্রায় দশ হাজার ভোটে এগিয়ে সমাজবাদী পার্টি (এসপি)।
ত্রিপুরার ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হল বিজেপি। বক্সনগরে সিপিএম প্রার্থীকে ৩০ হাজার ২৩৭ ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী তফজল হোসেন। চলতি বছরই বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছিল সিপিএম। অন্য দিকে ধনপুর কেন্দ্রে সিপিএম প্রার্থীকে ১৮ হাজার ৮৭১ ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ।
ঝাড়খণ্ডের ডুমরিতে এগিয়ে এনডিএ প্রার্থী। এখনও পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ৪,১২৪। হেমন্ত সোরেনের দল জেএমএম-এর প্রার্থী বেবি দেবীর প্রাপ্ত ভোট ২,৮৫৯।
ধনপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ (৫,৩৪১)। দ্বিতীয় স্থানে সিপিএমের কৌশিক দেবনাথ (১,২৭৬)। উল্লেখ্য, ত্রিপুরার দু’টি আসনেই ভোটগণনা বয়কট করেছে সিপিএম।
কেরলের পুথুপ্পাল্লি আসনে এগিয়ে কংগ্রেস। দীর্ঘ দিন এই আসনের বিধায়ক ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চান্ডি। তিনি প্রয়াত হওয়ায় এই আসনে উপনির্বাচন হচ্ছে। কংগ্রেস প্রার্থী হয়েছেন উমেনের পুত্র চান্ডি উমেন। প্রাথমিক গণনায় দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএমের জ্যাক সি টমাস।
উত্তরাখণ্ডের বাগেশ্বরে এগিয়ে কংগ্রেস প্রার্থী বসন্ত কুমার। এখনও পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ২,৯৪৫। অন্য দিকে বিজেপি প্রার্থী পার্বতী দাসের প্রাপ্ত ভোট ২,১৯১।
উত্তরপ্রদেশের ঘোসি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রাথমিক গণনায় এগিয়ে অখিলেশ সিংহ যাদবের দল সমাজবাদী পার্টি। এখনও পর্যন্ত এসপি প্রার্থী পেয়েছেন ৩৩৮১টি ভোট, বিজেপি প্রার্থী দারা সিংহ চৌহান পেয়েছেন ৩২০৩টি ভোট। এই আসনে অন্য বিরোধী দলগুলি প্রার্থী না দিয়ে এসপিকে সমর্থন করেছে।
প্রাথমিক গণনায় ত্রিপুরার বক্সনগর কেন্দ্রে এগিয়ে গেল বিজেপি। অনেকটাই পিছিয়ে দ্বিতীয় স্থানে সিপিএম। এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী তফজল হোসেনের প্রাপ্ত ভোট ৭,৭০৬। সিপিএম প্রার্থী মিজ়ান হোসেনের প্রাপ্ত ভোট ৩৭৫।
সকাল ৮টা থেকে শুরু হল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরল এবং ঝাড়খন্ডের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা।
শাসকদল বিজেপির বিরুদ্ধে কারচুপি এবং নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ত্রিপুরায় ধনপুর এবং বক্সনগর বিধানসভা উপনির্বাচনের গণনা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বামেরা। সে রাজ্যের বামফ্রন্ট নেতৃত্বের এই সিদ্ধান্তের ফলে শুক্রবার দুই বিধানসভা আসনের গণনায় প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী বা তাঁদের এজেন্টদের দেখা যাবে না।