কিছু বিনিয়োগকারী এই সুবিধা ২ মে থেকেই লাভ করতে পারবেন। ফাইল চিত্র
অবশেষে অবসান ঘটল বহু দিনের প্রতীক্ষার। মে মাস থেকেই জীবন বিমা নিগম (এলআইসি)-এর ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) শুরু হবে। সরকারি সূত্রে খবর, ৪ থেকে ৯ মে আইপিও কেনাবেচা চলবে। কিছু বিনিয়োগকারী এই সুবিধা ২ মে থেকেই লাভ করতে পারবেন। আগামী বুধবার সেবি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া) মারফত বরাদ্দ শেয়ারের পরিমাণ-সহ আইপিও সংক্রান্ত অন্যান্য তথ্যও জানানো হবে। শেয়ার বাজারে নাম নথিভুক্ত করে এলআইসি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে।
প্রথমে সংস্থার ৫ শতাংশ অর্থাৎ প্রায় ৩১ কোটি শেয়ার বাজারে ছাড়া হবে বলে ঠিক হলেও বর্তমানে তা পরিবর্তিত হয়ে ৩.৫ শতাংশ বিক্রি করা হবে বলে জানানো হয়। সে ক্ষেত্রে, মোট ২২ কোটি শেয়ার বাজারে ছাড়া হবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে বিশ্বের শেয়ার বাজারে চূড়ান্ত অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তাই গত অর্থবর্ষে বাজারে আসার কথা থাকলেও এলআইসি-র শেয়ার ইস্যু করা সম্ভব হয়নি।