Hema Malini

হেমা মালিনীর বাড়ির সামনে চিতা বাঘ!

কী দেখলেন তিনি! দেখলেন রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পার হচ্ছে একটি প্রাণী।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ১৪:৪২
Share:

প্রতীকী ছবি।

তখন মাঝ রাত। শুনসান রাস্তাঘাট। শীতের রাতে জবুথবু হয়ে চেয়ারে বসে এক নিরাপত্তা রক্ষী।

Advertisement

হঠাৎই কিছু একটা দেখে লাঠি নিয়ে এগিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু, যা দেখলেন তাতে তাঁর হাড় হিম হয়ে গিয়েছিল।

কী দেখলেন তিনি! দেখলেন রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পার হচ্ছে একটি প্রাণী। যে সে প্রাণী নয়। একে বারে চিতা বাঘ।

Advertisement

গত বৃহস্পতিবার চিতা বাঘের রাস্তা পার হওয়ার এমনই ছবি ধরা পড়েছে মুম্বইয়ের পূর্ব গোরেগাঁওয়ের যশোধাম এলাকায়। ওই এলাকাতেই থাকেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। সে দিন রাতের পুরো ছবিটা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। যদিও বাঘটি কাউকে কোনও ক্ষতি করেনি বলেই মিড ডে-এর খবর প্রকাশ।

আরও পড়ুন: পোঙ্গল: ধোঁয়ায় ঢাকলো চেন্নাই, বিপর্যস্ত বিমান পরিষেবা

ঘটনাটি সামনে আসার পরই বন দফতরে খবর দেন স্থানীয়রা। পরে এলাকা পরিদর্শনে আসেন তাঁরা। রেঞ্জ ফরেস্ট অফিসার (মুম্বই) সন্তোষ কনক জানিয়েছেন, গোটা এলাকা ভাল করে দেখা হয়েছে। কোথাও চিতা বাঘটি লুকিয়ে নেই। তবে, কোথা থেকে বাঘটি এল সে বিষয়ে কিছু বলতে পারেননি বন কর্মীরা। পাশাপাশি, ভবিষ্যতে এমন দেখলে দ্রুত বন দফতরে খবর দেওয়া পরামর্শ দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: চিদম্বরমদের বাড়িতে ফের ইডি হানা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement