Demand of NRC

মণিপুরে এনআরসি শুরুর দাবি সানাজাওবার

বিজেপি সাংসদ বলেন, মণিপুরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে রাজ্যের বিদ্যমান নির্বাচনী কেন্দ্রগুলি পুনর্বিন্যাস করা সম্ভব হচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ০৯:১৪
Share:
মহারাজা সানাজাওবা লেইশেম্বা।

মহারাজা সানাজাওবা লেইশেম্বা। —ফাইল চিত্র।

মণিপুরের রাজ্যসভার বিজেপি সদস্য মহারাজা সানাজাওবা লেইশেম্বা রাজ্যের অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার এবং জনবিন্যাসের ভারসাম্যহীনতা থেকে রাজ্যকে রক্ষা করার জন্য দ্রুত রাজ্যে এনআরসি প্রক্রিয়া চালু করার দাবি তুললেন সংসদে।

Advertisement

বিজেপি সাংসদ বলেন, মণিপুরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে রাজ্যের বিদ্যমান নির্বাচনী কেন্দ্রগুলি পুনর্বিন্যাস করা সম্ভব হচ্ছে না। তাঁর হিসেবে, ‘‘১৯৬৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কাংপোকপি, টেঙ্গনৌপাল, চান্দেল, চূড়াচাঁদপুর এবং ফেরজাউল জেলায় অস্বাভাবিক সংখ্যায় গ্রামের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭৩১ থেকে ১৬২৪ হয়েছে। অর্থাৎ প্রায় পাঁচ দশকে ১২২ শতাংশ বৃদ্ধির হারে ৫৯৩টি নতুন গ্রাম গড়ে উঠেছে কুকি এলাকায়। অন্য দিকে, নাগা অধ্যুষিত এলাকায় পাঁচ দশকে গ্রামের সংখ্যা বেড়েছে মাত্র ৪৯টি।’’

তিনি আরও দাবি করেন, অবৈধ অভিবাসীরা ভারত-মায়ানমার আন্তর্জাতিক সীমান্ত খোলা থাকার সুযোগ নিয়ে যথেচ্ছ ভাবে ভারতীয় প্রশাসনে প্রবেশ করছে এবং নির্বাচনী রাজনীতিতেও অংশ নিচ্ছে। তাই ভারত সরকারের কাছে অনুরোধ, সীমানা পুনর্বিন্যাসের আগে, এনআরসি ঢেলে সাজিয়ে অবৈধ বাসিন্দাদের চিহ্নিত করা হোক ও তাদের নিজের দেশে পাঠানো হোক। এ দিকে, মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে মণিপুর পুলিশ মোট গত ২৪ ঘণ্টায় ১০.৫ কেজি হেরোইন, ২টি একে-৫৬ রাইফেল, ৩টি এসএলআর রাইফেল, ৩টি এসএমজি কার্বাইন, ১টি ইনসাস রাইফেল, ১টি ৯ মিমি পিস্তল, ৫টি গ্রেনেড, ৭টি টিউব লঞ্চার, ৪টি অ্যালুমিনিয়াম বিস্ফোরক, ২টি ল্যাথোড শেল, বেশ কিছু বুলেটপ্রুফ হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, যুদ্ধের ইউনিফর্ম, দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম, একাধিক হাতে তৈরি রেডিয়ো সেট এবং চার্জার এবং একে, ইনসাসের দেড়শো রাউন্ডেরও বেশি কার্তুজ উদ্ধার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement