ফাইল চিত্র।
অসমে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়েছেন ১৯ লক্ষ মানুষ। তাঁদের আবেদন করতে হবে ফরেনার্স ট্রাইব্যুনালে। অন্যান্য রাজ্যেও এনআরসি-র আতঙ্কে হন্যে হয়ে পুরনো নথিপত্র খুঁজছেন মানুষ। এই পরিস্থিতিতে আইনি পরামর্শ, ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা বা আইনজীবীদের প্রশিক্ষণ— সঙ্কটে থাকা মানুষকে যাবতীয় সহায়তা দিতে এগিয়ে এল একাধিক আইন প্রতিষ্ঠান। তাদের এই আইনি ক্লিনিকের নাম হয়েছে ‘পরিচয়’। প্রথম পর্যায়ে গুয়াহাটি, কলকাতা, ওড়িশা, হায়দরাবাদ ও দিল্লির আইন বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলি এগিয়ে এসেছে। অন্যান্য আইন স্কুলও ‘পরিচয়’-এ যোগ দেবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।