Lalu Prasad Yadav

লালু দিলেন নীতীশের নয়া নাম, ‘পল্টুকুমার’

এ দিন লালু রাজ্য অতিথিশালায় এসে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘যে ভাবে হাতি শুঁড়ে করে এক জনকে পেঁচিয়ে তুলে নেয় সে ভাবেই নীতীশ কুমারকে শুঁড় দিয়ে পেঁচিয়ে তুলে নিয়েছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ। এর পর যে দিন আছাড় মারবে সে দিন বুঝতে পারবে কার পাল্লায় পড়েছিল নীতীশ।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রাঁচী শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ১৭:৫৭
Share:

—ফাইল চিত্র।

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় রাঁচীর সিবিআই আদালতে হাজিরা দিতে এসে ফের এক বার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে তোপ দাগলেন লালুপ্রসাদ যাদব। বৃহস্পতিবার সিবিআই আদালতে হাজিরা দিয়ে রাঁচীর রাজ্য অতিথিশালায় ওঠেন লালু। এই অতিথিশালার ২০৪ নম্বর ঘরই এখন তাঁর আগামী দু’দিনের ঠিকানা। আগামী দু’দিনও তাঁর সিবিআই আদালতে হাজিরা দেওয়ার কথা।

Advertisement

আরও পড়ুন: গো-মূত্রেই সুস্থ কঠিন রোগে আক্রান্ত আইনজীবী!

এ দিন লালু রাজ্য অতিথিশালায় এসে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘যে ভাবে হাতি শুঁড়ে করে এক জনকে পেঁচিয়ে তুলে নেয় সে ভাবেই নীতীশ কুমারকে শুঁড় দিয়ে পেঁচিয়ে তুলে নিয়েছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ। এর পর যে দিন আছাড় মারবে সে দিন বুঝতে পারবে কার পাল্লায় পড়েছিল নীতীশ।’’ লালু মজা করে বলেন, ‘‘নীতীশের একটা নতুন নাম দিয়েছি। পাল্টিবাজ বলে ওর নাম ‘পল্টুকুমার’। ওর মতো পাল্টিবাজ লোক জীবনে দেখিনি। আমাকে বলেছিল মিট্টিমে মিলা যাউঙ্গা লেকিন ভাজপামে নেহি যাউঙ্গা। কেয়া হুয়া ও ওয়াদা?’’

Advertisement

আরও পড়ুন: ভেঙে পড়ার হাল ১০০ সেতুর, সংসদে জানালেন নিতিন

লালুর মতে যে ভাবে বিজেপি বিরোধী নেতা মন্ত্রীদের উপর সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে তা নজিরবিহীন। কর্নাটকের মন্ত্রী শিবকুমারের বাড়ি ও রিসর্টে সিবিআই হানা দেওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে লালু বলেন, ‘‘দেশে এখন ইমার্জেন্সির পরিস্থিতি তৈরি হয়েছে। এ ভাবে বিরোধীদের কণ্ঠরোধ করতে পারবেন না মোদী ও অমিত শাহ।’’ লালুর মতে পানামা কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ইস্তফা দিতে হল। আমাদের দেশেও পানামা কেলেঙ্কারিতে বহু প্রভাবশালী ব্যক্তির নাম উঠেছে। তাঁদের বাড়িতে তল্লাশি হচ্ছে কেন? তাঁর প্রশ্ন, ‘‘এ বেলায় কেন চুপ থাকছেন নরেন্দ্র মোদী?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement