প্রতীকী ছবি।
লকডাউনের সময়ে কাজ খুইয়ে বাড়ির পথ ধরা কত জন পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়েছেন, সেই তথ্য না-থাকায় সমালোচিত হয়েছিল শ্রম মন্ত্রক। অবশেষে আজ মন্ত্রকের ঘোষণা, দেশে কর্মসংস্থানের ছবিটি স্পষ্ট ভাবে পেতে তিনটি সমীক্ষা করবে শ্রম বুরো। একটি পরিযায়ী শ্রমিকদের নিয়ে। একটিতে জোগাড় করা হবে গেরস্থালিতে কাজ করা পরিচারক-পরিচারিকাদের তথ্য। তৃতীয়টি উকিল, ডাক্তারদের মতো স্বনিযুক্ত পেশাদারদের নিয়ে।
আগামী তিন বছর এই সমস্ত সমীক্ষায় সহায়তার জন্য অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদদের নিয়ে তৈরি হয়েছে বিশেষজ্ঞ কমিটি। নেতৃত্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক এস পি মুখোপাধ্যায়। বৃহস্পতিবার এই কমিটির সঙ্গে প্রথম বৈঠক করেছেন শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। কর্মসংস্থানের সমস্যা মোকাবিলার জন্য সবার আগে স্পষ্ট পরিসংখ্যান জরুরি বলে তাঁর দাবি।
মন্ত্রীর মতে, কর্মীদের সংখ্যার পাশাপাশি তাঁদের অসুবিধা-অভিযোগেরও হদিস মিলবে সমীক্ষায়। কেন্দ্রের দাবি, দেশের মোট কর্মীর প্রায় ৩% হওয়া সত্ত্বেও এই প্রথম হাত দেওয়া হচ্ছে গৃহ-সহায়কদের পরিসংখ্যান সংগ্রহে। স্বনিযুক্ত পেশায় যে-হেতু এখন আগের তুলনায় অনেক বেশি মানুষ যুক্ত, তাই তা নিয়েও পর্যাপ্ত তথ্য চাইছে কেন্দ্র। এ দিন আর এক অনুষ্ঠানে শিশুশ্রম বন্ধেও ফের জোর দিয়েছেন শ্রমমন্ত্রী।