কুণাল কামরা ও রচিতা তানেজা।
কৌতুকাভিনেতা কুণাল কামরা এবং কার্টুনিস্ট রচিতা তানেজাকে আদালত অবমাননার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, আগামী ৬ সপ্তাহের মধ্যে উত্তর দিতে হবে কুণাল এবং রচিতাকে। তবে দু’জনকেই আদালতে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দিয়েছে শীর্ষ আদালত।
বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চ জানিয়েছে, বিচারবিভাগকে কালিমালিপ্ত করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে কুণাল ও রচিতার কাছে।
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় সাংবাদিক অর্ণব গোস্বামীকে সুপ্রিম কোর্টের জামিন দেওয়ার বিরোধিতা করে টুইট করেছিলেন কুণাল। তাঁর বিরুদ্ধে আট জন (অধিকাংশই আইনজীবী) মামলা করেন। অন্য দিকে সুপ্রিম কোর্টকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকায় চলতি মাসের শুরুতে তানেজার বিরুদ্ধে অবমাননার প্রক্রিয়া শুরুর সম্মতি দিয়েছিলেন কে কে বেণুগোপাল।