Kerala

জোর করে মদ খাওয়ালো স্বামী, ছেলের সামনেই গণধর্ষণ করল তার বন্ধুরা

নিজের ছেলের সামনেই স্বামী ও তাঁর বন্ধুদের হাতে গণধর্ষণের শিকার ২৫ বছরের এক মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০২০ ১৫:২২
Share:

প্রতীকী ছবি।

নিজের ছেলের সামনেই স্বামী ও তাঁর বন্ধুদের হাতে গণধর্ষণের শিকার ২৫ বছরের এক মহিলা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কেরলের তিরুঅনন্তপুরমের পুতুকুরিচিতে। ওই মহিলার মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

ওই মহিলার বাড়ি কেরলের পুথানতপ্পুতে। সেখানে থেকে পুতুকুরিচি সমুদ্র সৈকত কাছেই। সেই সমু্দ্র সৈকতের শোভা উপভোগ করবেন বলে সন্তান-সহ তাঁকে সেখানে নিয়ে যান তাঁর স্বামী। সেখানে যাওয়ার পর সন্ধ্যাবেলা তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে যান তাঁর এক বন্ধুর বাড়ি। সেখানে স্বামীর বেশ কয়েক জন বন্ধু উপস্থিত ছিল বলে পুলিশকে জানিয়েছেন ওই মহিলা।

বন্ধুর বাড়িতে সবাই মদ্যপান করছিলেন। পুলিশকে তিনি জানিয়েছেন, সে সময় তাঁর স্বামী জোর জবরদস্তি করে মদ্যপান করতে বাধ্য করেন তাঁকে। তার পর স্বামীর বন্ধুরা তাঁকে বাড়ির পাশে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। অত্যাচারের পর তাঁর সম্বিত ফিরলে ছেলেকে নিয়ে সেখান থেকে পালান তিনি। ছেলেকে নিয়ে রাস্তাতে অসংলগ্ন অবস্থাতেই যাচ্ছিলেন তিনি। সে সময় গাড়ি নিয়ে সেখান দিয়ে যাওয়া দুই যুবক তাঁকে দেখতে পান। ওই যুবকরাই তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে আসেন ও পুলিশকে খবর দেন।

Advertisement

আরও পড়ুন: আক্রান্তে ইটালিকে টপকে বিশ্বে ষষ্ঠ ভারত, রেকর্ড মৃত্যুতেও

মহিলার মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্বামী-সহ তাঁর বন্ধুদের আটকও করা হয়েছে। বিষয়টি নিয়ে কাদিনামকুসাম থানার সাব ইনস্পেক্টর আর রথীশ কুমার বলেছেন, ‘‘ওই মহিলাকে চিরায়িনকিঝের তালুক হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছে। সেখানে তাঁর মেডিক্যাল পরীক্ষা হবে। তার পর মামলা দায়ের করা হবে।’’ ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের হেফাজতে নিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে সরব হয়েছে সে রাজ্যের মহিলা কমিশনও।

আরও পড়ুন: এক সঙ্গে ২৫ স্কুলে চাকরি! বেতন এক কোটি, তদন্ত শুরু

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement