Kerala Vlogger Death

দুর্ঘটনায় ভ্লগারের মৃত্যু কেরলে, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হন, জামিনে সদ্য ছাড়া পেয়েছিলেন

পুলিশ সূত্রে খবর, মলপ্পুরমের কাছে দুর্ঘটনার কবলে পড়েন জুনেইদ। বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বালির ঢিবিতে ধাক্কা মেরে ছিটকে পড়ে মাথায় গুরুতর চোট পান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৮:১৯
Share:
ভ্লগার জুনেইদ। ছবি: সংগৃহীত।

ভ্লগার জুনেইদ। ছবি: সংগৃহীত।

বাইক দুর্ঘটনায় মৃত্যু হল কেরলের এক ভ্লগারের। মৃতের নাম জুনেইদ। নাচের বিশেষ কৌশলের জন্য জনপ্রিয় হয়ে উঠেছিলেন। অনুরাগীর সংখ্যাও প্রচুর। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মলপ্পুরমের কাছে দুর্ঘটনার কবলে পড়েন জুনেইদ। বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বালির ঢিবিতে ধাক্কা মেরে ছিটকে পড়ে মাথায় গুরুতর চোট পান। স্থানীয়েরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ভ্লগারের।

জুনেইদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। সপ্তাহ দুয়েক আগে সেই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। সেই মামলায় সদ্য জামিনে ছাড়া পেয়েছিলেন কেরলের এই ভ্লগার। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন এক মহিলা। সমাজমাধ্যমে জুনেইদের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁকে যৌন হেনস্থা করেন বলে মহিলার অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement