জলের ট্যাপ খুললেই বেরচ্ছে মদ। প্রতীকী ছবি- শাটারস্টক।
বাড়িতে জলের ট্যাপ খুলে মুখ ধুতে গেলেন। মুখে জল দিতেই পেলেন মদের স্বাদ! কেমন লাগবে আপনার?
এই ঘটনায় সুরাপ্রেমীরা খুশি হলেও হতে পারেন। কিন্তু কেরলের ত্রিশূর জেলার চালাকুডি শহরের সলোমন অ্যাভিনিউয়ের এক ফ্ল্যাটবাড়ির বাসিন্দারা সম্প্রতি এরকম ঘটনার সম্মুখীন হয়ে পড়েছিলেন। তাঁদের জলের কল খুললেই বের হচ্ছিল বিভিন্ন রকম মদ মিশ্রিত জল। তার পর সেখানকার ১৮টি পরিবার বিষয়টি চালাকুডি মিউনিসিপ্যাল সেক্রেটারির নজরে আনেন ও স্বাস্থ্য দফতরে জানান। তাঁরা বিষয়টির খোঁজ নিতেই উঠে আসে প্রকৃত সত্য।জানা যায়, আবগারি দফতরের ‘ভুলের’ জন্যই এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে সেখানকার বাসিন্দাদের।
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বছর ছ’য়েক আগে। এই এলাকার কাছেই ছিল একটি পানশালা। অবৈধভাবে মজুত করার জন্য সেখান থেকে ছ’হাজার লিটার মদ বাজেয়াপ্ত করেছিল আবগারি দফতর। তার পর আদালত ওই মদ নষ্ট করে দেওয়ার নির্দেশে দেয়। সেই মতো আবগারি দফতর ঠিক করে, ওই পানশালার জমিতেই নষ্ট করে দেওয়া হবে বাজেয়াপ্ত বিপুল পরিমান মদ।
আরও পড়ুন: এনপিআর নিয়ে অমিতের উল্টো সুর প্রধানমন্ত্রীর
পরিকল্পনা মতো সেখানে মাটি খুঁড়ে এক এক করে ঢালা হয় সব মদ। সাড়ে ছ’ঘণ্টারও বেশি সময় লেগেছিল সেই কাজ করতে। কিন্তু আবগারি দফতরের লোকেদের জানা ছিল না, ওই বারের জমির কাছেই রয়েছে একটি কুয়ো। সেখান থেকেই জল যায় সলোমন অ্যাভিনিউয়ের ওই ফ্ল্যাটবাড়িতে। মাটিতে ফেলে দেওয়া মদ মাটি চুঁইয়ে কুয়োর জলের সঙ্গে মিশে গিয়েই এই বিপত্তি ঘটে।
এ নিয়ে ডেপুটি এক্সাইজ কমিশনার টিকে সানু বলেছেন, ‘‘মাটিতে ঢেলে নষ্ট করতে গিয়ে যে এ রকম বিপত্তি ঘটবে, তা সত্যিই আমরা ভাবতে পারিনি।’’ সমস্যায় পড়া বাসিন্দাদের জন্য বিকল্প জলের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন, চালাকুডি পৌরসভার কাউন্সিলর ভিজে যোশি।
আরও পড়ুন: ক্লাসে ছাত্রীদের সামনেই শিক্ষিকাকে চুম্বন করলেন শিক্ষক!