কেরলে ফি বছর অন্তত ৩৬৫ জন লটারির প্রথম পুরস্কার জেতেন। প্রতীকী ছবি।
লটারির প্রথম পুরস্কার হিসাবে জিতে ফেলেছেন কোটি কোটি টাকা? কিন্তু কোন খাতে কত টাকা খরচ করবেন, তা ভেবে হয়রান। এমন মানুষজনের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিল কেরল সরকার। এক দিনের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে লটারির টাকা খরচের উপায় জানাবে তারা। সেই সঙ্গে বিপুল অর্থ হাতে পাওয়ার পর মানসিক চাপ কাটাতে কী করা উচিত, তা-ও শেখানো হবে শিবিরে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, কেরলে ফি বছর অন্তত ৩৬৫ জন লটারির প্রথম পুরস্কার জেতেন। তবে কোটি কোটি টাকা জেতার পর তা নিয়ে কী করবেন, সে বিষয়ে যে বিজেতাদের সকলের স্পষ্ট ধারণা রয়েছে, এমন নয়। এক দিনের প্রশিক্ষণে লটারির টাকা খরচের নানা পন্থা জানানো হবে। সেই সঙ্গে কী ভাবে ও কোন খাতে বিনিয়োগ করলে লাভের মুখ দেখবেন অথবা আয়কর বাঁচানোর সুবিধা পাবেন— ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এমনতর নানা বিষয় সম্পর্কেও ওয়াকিবহাল করা হবে বিজেতাদের। কেরলের লটারি দফতরের তরফে এই প্রচেষ্টা শুরু করা হয়েছে।
কেরলের অর্থমন্ত্রী কেএন বালগোপাল জানিয়েছেন, শুধুমাত্র কোটি কোটি টাকাই নয়, লটারি জেতার পর পরিবার-পরিজনদের চাহিদার জেরে বিজেতা যে মানসিক উদ্বেগে ভুগতে থাকেন, তা সামলানোও শেখানো হবে প্রশিক্ষণ শিবিরে। আপাতত লটারির প্রথম পুরস্কার বিজেতাদের জন্য দু’মাসে এক দিনের একটি প্রশিক্ষণ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কেরল সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লটারিতে ২৫ কোটি টাকার প্রথম পুরস্কার বিজেতা অনুপ। তিনি বলেন, ‘‘আমাদের জন্য আগে থেকেই এ ধরনের ট্রেনিংয়ের বন্দোবস্ত উচিত ছিল। কারণ, লটারির জেতা বিপুল টাকা কী ভাবে খরচ করতে হবে, তা অনেকেই জানেন না।’’