Fake Marksheets

দশম ও দ্বাদশের এক-একটি ভুয়ো মার্কশিট বিক্রি চার হাজারে! মুম্বই পুলিশের জালে চার অভিযুক্ত

মুম্বই পুলিশ জানিয়েছে, মধ্য মুম্বইয়ের শহরতলি চেম্বুর এলাকায় ৪ হাজার টাকা করে দশম এবং দ্বাদশের এক-একটি ভুয়ো মার্কশিট বিক্রি করছিলেন ৪ জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৯:৫১
Share:

ধৃতদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালতে। প্রতীকী ছবি।

মুম্বইয়ের রাস্তায় বিক্রি হচ্ছে দশম এবং দ্বাদশ শ্রেণির ভুয়ো মার্কশিট। তার এক-একটির দর ছিল ৪ হাজার টাকা। এই জালিয়াতি চক্রে জড়িত সন্দেহে ৪ অভিযুক্তকে গ্রেফতার করলেন মুম্বই পুলিশের অপরাধদমন শাখার আধিকারিকেরা। ধৃতদের মঙ্গলবার আদালতে হাজির করানো হলে তাঁদের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

Advertisement

পুলিশ জানিয়েছে, মধ্য মুম্বইয়ের শহরতলি চেম্বুর এলাকায় ৪ হাজার টাকা করে দশম এবং দ্বাদশের এক-একটি ভুয়ো মার্কশিট বিক্রি করছিলেন ৪ জন। এই অভিযোগে সলমন খান, মহম্মদ নাদিম শেখ, মহম্মদ মুর্তাজা এবং দানি খান নামে ৪ জনকে গ্রেফতার করছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখার ৬ নম্বর ইউনিটের সদস্যেরা। ধৃতদের মঙ্গলবার আদালতে হাজির করানো হয়েছিল। তাঁদের আগামী ১৮ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ধৃতেরা মার্কশিট জালিয়াতি চক্রের সদস্য বলে মুম্বই পুলিশের দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement