Kerala High court

অন্য কাউকে বিরক্ত না করে ব্যক্তিগত পরিসরে পর্ন দেখা অপরাধ নয়: কেরল হাই কোর্ট

কেরলের উচ্চ আদালত জানিয়েছে, আলাদা ভাবে পর্ন ছবি বা ভিডিয়ো দেখা কারও ব্যক্তিগত পছন্দ। আদালতের পর্যবেক্ষণ, অন্য কাউকে বিরক্ত না করে পর্ন দেখা কোনও ব্যক্তিকে, অপরাধী হিসাবে চিহ্নিত করার অর্থ তার ব্যক্তিগত পছন্দে হস্তক্ষেপ করা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কোচি শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৭
Share:

—প্রতীকী ছবি।

ব্যক্তিগত পরিসরে পর্ন ছবি বা ভিডিয়ো দেখা অপরাধ হিসাবে বিবেচিত হতে পারে না। অর্থাৎ, কেউ যদি অন্য কাউকে বিরক্ত না করে বা না জড়িয়ে ব্যক্তিগত ভাবে পর্ন দেখেন, তা হলে কোনও অন্যায় নেই। পর্নোগ্রাফি নিয়ে একটি মামলার শুনানি চলাকালীন এমনটাই জানাল কেরল হাই কোর্ট।

Advertisement

কেরলের উচ্চ আদালত আরও জানিয়েছে, আলাদা ভাবে পর্ন ছবি বা ভিডিয়ো দেখা কারও ব্যক্তিগত পছন্দ। আদালতের পর্যবেক্ষণ, অন্য কাউকে বিরক্ত না করে পর্ন দেখা কোনও ব্যক্তিকে অপরাধী হিসাবে চিহ্নিত করার অর্থ তার ব্যক্তিগত পছন্দে হস্তক্ষেপ করা।

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে অশ্লীলতার মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করেন বিচারপতি পিভি কুনহিকৃষ্ণণ। ২০১৬ সালে আলুভা প্রাসাদের কাছে রাস্তার ধারে মোবাইলে পর্ন ভিডিয়ো দেখার সময় পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছিল।

Advertisement

ব্যক্তিগত জায়গায় পর্ন দেখে ওই যুবক কোনও আইন ভঙ্গ করেননি মন্তব্য করে উচ্চ আদালত অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর এবং নিম্ন আদালতের রায় বাতিল করেছে। বিচারপতি এ-ও উল্লেখ করেছেন যে, ওই যুবক প্রকাশ্যে ভিডিয়ো দেখেছেন বলে কোনও অভিযোগ নেই।

এর পাশাপাশি, কেরল হাই কোর্টের বিচারপতি কুনহিকৃষ্ণণ শিশুদের খুশি করার জন্য তাদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার বিষয়ে অভিভাবকদের সতর্ক করেছেন। নতুন ডিজিটাল যুগে পর্ন শিশুদের কাছেও সহজলভ্য। তাই এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন বিচারপতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement