রাজ্যপাল আরিফ মহম্মদ খান এবং কেরল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভি পি মহাদেবন পিল্লাই। ফাইল চিত্র।
ডি লিট- বিতর্কে এ বার কেরল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভি পি মহাদেবন পিল্লাইকে পাল্টা কটাক্ষ করলেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে সাম্মানিক ডি লিট দেওয়ার জন্য রাজ্যপাল তথা আচার্য আরিফের সুপারিশ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে আপত্তির কারণে খারিজ করা হয়েছিল। সেই থেকে কেরলে চলছে রাজনৈতিক বিতর্ক। উপাচার্য মঙ্গলবার বিবৃতি দিয়ে বলেছিলেন, "মন সন্ত্রস্ত থাকলে হাত কাঁপতেই পারে।" রাজ্যপালকে পাঠানো উপাচার্যের চিঠি ঘিরে আরিফ যা সমালোচনা করেছিলেন, তার প্রেক্ষিতেই ছিল ওই বিবৃতি। রাজ্যপাল আরিফ বুধবার একটি অনুষ্ঠানের অবসরে ফের মন্তব্য করেছেন, " বিবেক পরিষ্কার না থাকলে হাত তো কাঁপবেই! যা হয়েছে, তা যে একবারেই ঠিক হয়নি, এখন সকলেই জানেন।"