সিসৌদিয়ার গ্রেফতারি কি রাজনৈতিক কারণে? মোদীকে প্রশ্ন বিজয়নের। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
যে দিন দিল্লির আদালত আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমু্খ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে ২০ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল, ঠিক সে দিনই এই প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কেরলের মুখ্যমন্ত্রী তথা দাপুটে বাম নেতা পিনারাই বিজয়ন। সেই চিঠির নির্যাস, মণীশ সিসৌদিয়াকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়েছে, এমন ধারণা দূর করুন প্রধানমন্ত্রী।
দিল্লির নতুন আবগারি নীতিতে বেনিয়ম সংক্রান্ত মামলায় সিবিআই সম্প্রতি গ্রেফতার করেছে সিসৌদিয়াকে। কিন্তু তাঁর গ্রেফতারি প্রকৃতই ঠিক কারণে কি না তা নিয়ে জনমানসে প্রশ্ন রয়েছে। এই প্রেক্ষিতে কেরলের মুখ্যমন্ত্রীর মোদীকে লেখা চিঠিতেও উঠে এল সেই উদ্বেগ। মোদীকে বাম নেতা লিখলেন, ‘‘তদন্ত প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা ঠেকাতে সিসৌদিয়ার গ্রেফতারি অপরিহার্য ছিল কি? না হলে তো কাঙ্ক্ষিত কাজটি অনায়াসে এড়িয়ে যাওয়া যেত।’’
বিজয়ন প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, জনমানসে এমন ধারণা তৈরি হয়েছে যে, সিসৌদিয়াকে কৃত অপরাধের জন্য নয়, স্রেফ রাজনৈতিক কারণেই গ্রেফতার করানো হয়েছে। তিনি চিঠিতে আরও উল্লেখ করেছেন, সিসৌদিয়ার হেফাজত থেকে অর্থ বা এমন কোনও সামগ্রী তদন্তকারীরা উদ্ধার করতে পারেননি যাতে প্রমাণ হয় আপ নেতা বড় অঙ্কের আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত। বিজয়ন লিখেছেন, ‘‘জানি, আইন নিজের পথেই চলবে। কিন্তু একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই গ্রেফতারি নিয়ে জনমানসে প্রতিক্রিয়া। মানুষ মনে করছেন, সিসৌদিয়াকে রাজনৈতিক কারণেই গ্রেফতার করানো হয়েছে।’’
প্রসঙ্গত, দু’দিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের কয়েকটি বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ৮টি বিরোধী রাজনৈতিক দলের নেতা মোদীকে চিঠি লিখে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাতে সিসৌদিয়ার গ্রেফতারির বিষয়টি ছিল। এ বার সিসৌদিয়ার গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে সেই মোদীকেই চিঠি দিলেন কেরলের মুখ্যমন্ত্রীও।