ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার মাছ। ছবি টুইটার থেকে নেওয়া।
স্থানীয় স্তরের প্রতিযোগিতার ম্যাচে সুদৃশ্য ট্রফি ছাড়াও সাইকেল-বাইক বা অন্যান্য ব্যবহারিক সামগ্রী পুরস্কার হিসাবে দেওয়া হয় ‘ম্যান অব দ্য ম্যাচ’কে। অনেক ক্ষেত্রে নগদ টাকাও দেওয়া হয়ে থাকে। কিন্তু পুরস্কার হিসাবে মাছ দেওয়ার কথা শুনেছেন কখনও? সম্প্রতি এমন ঘটনা ঘটেছে কাশ্মীরের কুপওয়ারার তেকিপোরাতে।
তেকিপোরাতে সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতায় ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে আড়াই কিলো ওজনের একটি মাছ। সেই ঘটনার ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ফিরদৌস হাসান নামের এক ব্যক্তি। তার পরই বিষয়টি নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা।
মাছ দেওয়ার বিষয়টি নিয়ে ফিরদৌস লিখেছেন, ‘‘প্রতিযোগিতাকে জনপ্রিয় করতেই মাছ দেওয়ার পরিকল্পনা।’’ যে মাঠে প্রতিযোগিতা হয়েছে তার দুরাবস্থার কথাও জানিয়েছেন তিনি। টুইটে লিখেছেন, ‘‘এই মাঠকে খেলার যোগ্য করতে ক্রিকেটাররা নিজেদের পকেট থেকে টাকা দিয়েছেন।’’ দেখুন সেই টুইট—
তবে এই প্রথম নয়। এর আগেও চিরাচরিত ট্রফির বাইরে অন্যান্য পুরস্কার দেওয়ার ঘটনা ঘটেছে আন্তর্জাতিক ক্রিকেটেও। ২০১৭-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ‘ম্যান অব দ্য সিরিজ’ হওয়ার জন্য ছোট লরি পেয়েছিলেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা। ঢাকা প্রিমিয়ার লিগে ইংল্যান্ডের ক্রিকেটার লুক রাইটকে দেওয়া হয়েছিল মিক্সি ব্লেনডার। ইয়ন মরগ্যান একবার রাইস কুকার পেয়েছিলেন খেলার পুরস্কার হিসাবে।
আরও পড়ুন: অত্যাবশ্যক পণ্য সংশোধনী বিল পাশ হওয়ায় পর আমজনতার উপর কী প্রভাব পড়ল, জেনে নিন
আরও পড়ুন: দেশে মোট মৃত্যু ৯০ হাজার পার, কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা