Viral Video

পুলিশ আধিকারিককে আঙুল উঁচিয়ে ধমকাচ্ছেন কংগ্রেস বিধায়ক! ক্যামেরায় ধরা পড়ল রুদ্রমূর্তি

অভিযোগ, বেলগাভি জেলায় এক সাব-ইনস্পেক্টরকে কটূক্তি করেন জমখণ্ডী বিধানসভা কেন্দ্রের বিধায়ক আনন্দ নমগৌড়া। মোবাইল ক্যামেরায় সে দৃশ্য ধরা পড়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১৯:৩৭
Share:

কর্নাটকের কংগ্রেস বিধায়ক আনন্দ নমগৌড়ার রুদ্রমূর্তি ধরা পড়েছে মোবাইল ক্যামেরায়। ছবি: সংগৃহীত।

রাস্তার ধারে দলবল নিয়ে দাঁড়িয়ে এক পুলিশ আধিকারিককে আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন। সকলের সামনেই তাঁকে ধমক দিচ্ছেন। বলছেন, ‘‘ক্ষমতায় এলে কাউকে ছেড়ে কথা বলবেন না।’’ কর্নাটকের কংগ্রেস বিধায়ক আনন্দ নমগৌড়ার এ হেন রুদ্রমূর্তি ধরা পড়েছে মোবাইল ক্যামেরায়। পুলিশ আধিকারিকের উপর হম্বিতম্বি করার এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এর জেরে ভোটমুখী কর্নাটকে অস্বস্তিতে পড়েছে প্রদেশ কংগ্রেস।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, কর্নাটকের বেলগাভি জেলায় মৌলানা আব্দুল সার্কল এলাকায় নির্মাণকাজে উদ্যোগী হয়েছেন আনন্দ। তবে তাতে এলাকায় আইন-শৃঙ্খলাজনিত সমস্যা হতে পারে বলে দাবি করে নির্মাণকাজ বন্ধ করার অনুরোধ করেন এক সাব-ইনস্পেক্টর। অভিযোগ, সে সময় এক সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে কটূক্তি করেন জমখণ্ডী বিধানসভা কেন্দ্রের বিধায়ক আনন্দ। মোবাইল ক্যামেরায় সে দৃশ্য ধরা পড়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

পুলিশ যে কর্নাটকের ক্ষমতাসীন বিজেপি সরকারের হয়ে কাজ করছে, এমন অভিযোগও করেছেন কংগ্রেস বিধায়ক। চলতি বছরেই এই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

Advertisement

৩০ সেকেন্ডের একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশ আধিকারিককে আনন্দ বলছেন, ‘‘আমি জানি, (বিজেপি) সরকারের প্রতি সমর্থন হয়েছে আপনাদের। তবে আমরা (কংগ্রেস) ক্ষমতায় এলে কাউকে ছেড়ে কথা বলব না।’’ নিজের সমর্থকদের সামনেই উর্দিধারী পুলিশ আধিকারিককে ধমক দিয়েছেন তিনি। বিধায়কের মন্তব্য, ‘‘একেবারে চুপ করে থাকবেন! নিজেকে কী মনে করেন? আপনি কি বিধায়ক নাকি?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement