—ফাইল চিত্র।
একটি নির্মাণ সংস্থার থেকে ঘুষ নিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার ছেলে, নাতি ও জামাই। এই অভিযোগে আজ মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেছে কংগ্রেস।
একটি কন্নড় টেলিভিশনের স্টিং অপারেশনের ভিত্তিতে ওই অভিযোগ আনা হয়েছে। কংগ্রেসের দাবি, নির্মাণ সংস্থা বিডিএ-কে সুবিধা পাইয়ে দিতে ঘুষ নেওয়া হয়েছে। ইয়েদুরাপ্পার ইস্তফা চেয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কংগ্রেসের রণদীপ সিংহ সুরজেওয়ালাও একই দাবি তুলেছেন। সুপ্রিম কোর্টের কোনও বিচারপতি কিংবা কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতির নজরদারিতে নির্দিষ্ট সময়ে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন সিদ্দারামাইয়া। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও মুখ না খুললেও কর্নাটকের এমএলসি রবিকুমার বলেছেন, ‘‘অভিযোগ ভিত্তিহীন। মুখ্যমন্ত্রীর ছেলে বলেই বি ওয়াই বিজেন্দ্রকে নিশানা করা হচ্ছে।’’