সিদ্দারামাইয়া। —ফাইল চিত্র।
তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনা অভিযোগ প্রমাণ হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
মহারাষ্ট্রের আকোলায় ভোট প্রচারের সময় শনিবার নরেন্দ্র মোদী বলেন, আসন্ন বিধানসভা ভোটের খরচের জন্য সিদ্দারামাইয়া কর্নাটকের মদের দোকানের মালিকদের কাছ থেকে ৭০০ কোটি টাকা তুলেছেন। রবিবার সিদ্দারামাইয়ার কথায়, “আমি দেখে বিস্মিত যে দেশের প্রধানমন্ত্রী এত মিথ্যা কথা বলতে পারেন! তিনি মহারাষ্ট্রে প্রচারের সময় দাবি করেছেন কর্নাটক কংগ্রেস আবাগারি দুর্নীতি করে ৭০০ কোটি টাকা তুলেছে। তা নাকি মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং অন্যান্য উপনির্বাচনে পাঠানো হয়েছে। মোদীকে চ্যালেঞ্জ করছি, যদি তিনি তাঁর অভিযোগ প্রমাণ করতে পারেন, আমি রাজনীতি থেকে অবসর নেব। আর না পারলে তিনি অবসর নিন।”
পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন, “এই অভিযোগমূলক বিবৃতি যদি কোনও বিজেপি নেতার কাছ থেকে আসত, আমরা মাথা ঘামাতাম না। কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীকে এই কথা বলতে দেখে আমরা তাজ্জব হয়ে গিয়েছি। কোন তথ্যপ্রমাণের উপর ভিত্তি করে তিনি এত বড় অভিযোগ আনলেন?”