Karnataka

রাস্তা সংস্কার নয়, ‘লভ জিহাদের’ বিরুদ্ধে লড়াই করুন! পরামর্শ কর্নাটকের বিজেপি সভাপতির

কর্নাটকের বিজেপি সভাপতি নলিনকুমার কাতিলের মতে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হলে ‘লভ জিহাদের’ বিরুদ্ধে সরব হওয়া উচিত। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধেও বিষোদ্গার করতে ছাড়েননি তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৯:০৮
Share:

বিতর্কে জড়ালেন কর্নাটকের বিজেপি সভাপতি নলিনকুমার কাতিল। —ফাইল চিত্র।

রাস্তা বা নর্দমা সংস্কারের মতো ‘ছোটখাটো’ বিষয় ছেড়ে ‘লভ জিহাদের’ বিরুদ্ধে লড়াই করুন। দলীয় কর্মীদের এ হেন পরামর্শ দিয়ে বিতর্কে জড়ালেন কর্নাটকের বিজেপি সভাপতি নলিনকুমার কাতিল। তাঁর মতে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হলে ‘লভ জিহাদের’ বিরুদ্ধে সরব হওয়া উচিত।

Advertisement

সোমবার মেঙ্গালুরুতে বিজেপির ‘বুধ বিজয় অভিযান’ নামে একটি কর্মসূচিতে ভাষণ দেন কাতিল। সেখানে তাঁর মন্তব্য, ‘‘রাস্তা বা নর্দমার সংস্কারের মতো ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামাবেন না... সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হলে এবং লভ জিহাদ রুখতে চাইলে বিজেপিকেই প্রয়োজন। লভ জিহাদ থেকে মুক্তি পেতে হলেও বিজেপিই একমাত্র উপায়।’’ কাতিলের আরও দাবি, ‘লভ জিহাদের’ বিরুদ্ধে একমাত্র বিজেপিই আইন প্রণয়ন করতে পারে। তাঁর কথায়, ‘‘দেশে বিজেপিই একমাত্র দল যারা গো-হত্যার বিরুদ্ধে আইন করেছে। ধর্মান্তরণের বিরুদ্ধেও বিজেপিই আইন এনেছে। এ বার লভ জিহাদের বিরুদ্ধে আইন প্রণয়ন করবে বিজেপিই।’’

নিজের দলের গুণকীর্তন করার পাশাপাশি কর্নাটকের বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধেও বিষোদ্গার করতে ছাড়েননি কাতিল। কংগ্রেসকে ‘জঙ্গিদের দল’ হিসাবে তকমা দিয়েছেন তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং কর্নাটকের প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement