সোমশেখর রেড্ডি। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত। তার মধ্যেই সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন কর্নাটকের বেল্লারির বিজেপি বিধায়ক সোমশেখর রেড্ডি। তাঁর কথায়, ‘‘খুব সাবধান, আমরা দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ। তোমরা মাত্র ১৫ শতাংশ। তোমরা সংখ্যালঘু। এ দেশে থাকতে গেলে বুঝে শুনে পা ফেলতে হবে।’’
সম্প্রতি বেল্লারির একটি জনসভায় এমন মন্তব্য করেন সোমশেখর রেড্ডি। তিনি বলেন, ‘‘যাঁরা বিক্ষোভ করছেন, তাঁদের সতর্ক করে দিতে চাই। সবে পাঁচ মাস হল ক্ষমতায় এসেছি। বেশি নখরা (নাটক) করবেন না। আমরা যদি আসল মূর্তি ধারণ করি, তা হলে আপনাদের কী হবে বুঝতে পারছেন নিশ্চয়ই!’’
নাম না করে পাকিস্তানের উদাহরণ টেনে সোমশেখর বলেন, ‘‘এটা আমাদের দেশ। ওদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, সেখানে থাকতে গেলে তাঁদের কথা মতো চলতে হবে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। ভারতেও এই রকম পরিস্থিতি ডেকে আনবেন না।’’
ওই সভা থেকে কংগ্রেসকেও নিশানা করেন সোমশেখর রেড্ডি। তারাই মানুষকে ভুল পথে চালিত করছে বলে অভিযোগ করেন তিনি। সোমশেখর বলেন, ‘‘কংগ্রেস বুজরুকে ভর্তি। ওদের কথা শুনে রাস্তায় নামছেন? আমরা ৮০ শতাংশ, আপনারা মাত্র ১৫ শতাংশ। আমরা পাল্টা আঘাত করতে নামলে কী হবে বুঝতে পারছেন তো? এ দেশে থাকতে হলে বুঝে শুনে পা ফেলুন।’’
সোশ্যাল মিডিয়ার দৌলতে সোমশেখর রেড্ডির ভাষণের এই ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সংখ্যালঘুদের হুমকি দেওয়ার অভিযোগে রায়চূড়ের সদর বাজার থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। তবে এ নিয়ে ইয়েদুরাপ্পা সরকার বা বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি।