ফাইল ছবি।
কংগ্রেস ছাড়লেন প্রবীণ নেতা কপিল সিব্বল। তিনি এসপির সমর্থনে রাজ্যসভায় মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন পেশের সময় তাঁর পাশে ছিলেন এসপি প্রধান অখিলেশ যাদব। প্রসঙ্গত, তাঁর রাজ্যসভার সাংসদপদের মেয়াদ শেষ হওয়ার পথে।
পেশায় আইনজীবী কপিল কংগ্রেসি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন হাত চিহ্নের প্রার্থী হিসেবেই রাজ্যসভায় তাঁর বক্তৃতা নজর কেড়েছে। কিন্তু সম্প্রতি কংগ্রেস তাঁকে আবার রাজ্যসভায় পাঠাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়। মূলত বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা কপিলের দাবি, গত ১৬ মে তিনি কংগ্রেস ছেড়েছেন। মনমোহন জমানায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। রাজ্যসভায় মোদী সরকারের দিকে তীক্ষ্ণ আক্রমণ শানানোর ব্যাপারে প্রথম সারিতে ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি কংগ্রেসের বর্তমান নেতৃত্বের সঙ্গে তাঁর মতের অমিল হয়। কংগ্রেসের পরিচালন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই সময় থেকেই গাঁধীদের সঙ্গে তাঁর দূরত্বের শুরু। সম্প্রতি জয়পুরে চিন্তন শিবির শেষে বিক্ষুব্ধ শিবিরের (জি ২৩ নামে পরিচিত) দুই নেতা আনন্দ শর্মা ও গুলাম নবি আজাদকে গুরুত্ব দেওয়া হলেও, কংগ্রেসে কপিল ‘উপেক্ষিত’ই থেকে যান বলে মনে করেছিলেন পর্যবেক্ষকরা। এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, তিন দিনের চিন্তন শিবির শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি কংগ্রেস ছাড়েন।
অখিলেশ, রামগোপালকে পাশে নিয়ে রাজ্যসভার মনোনয়ন পেশের পর কপিল বলেন, ‘‘আমি বরাবরই মোদীবিরোধী কথা বলে এসেছি। উত্তরপ্রদেশের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। আশা করছি, একই ভূমিকায় আবারও সংসদে আওয়াজ তুলতে পারব।’’