চাপের মুখে শেষে নিজের বক্তব্য থেকে সরে এলেন কৈলাস বিজয়বর্গীয়। মঙ্গলবার তিনি বলিউড অভিনেতা শাহরুখ খানকে দেশদ্রোহী বলেছিলেন। কিন্তু, বুধবার নিজের অবস্থান থেকে সরে এলেন তিনি। টুইট করে এ দিন সকালে কৈলাস জানিয়েছেন, অমিতাভের পর বলিউডের জনপ্রিয়তম অভিনেতা শাহরুখ। তাঁর মন্তব্য, ‘ভারতে যদি অসহিষ্ণুতার পরিবেশ থাকত, তবে অমিতাভের পর শাহরুখ সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হতে পারতেন না। কেউ কেউ আমার গতকালের টুইটের ভুল ব্যাখ্যা করেছেন। কাউকে দুঃখ দেওয়াটা আমার উদ্দেশ্য ছিল না। কালকের টুইট আমি ফিরিয়ে নিয়েছি।’
দেশে ‘চরম অসহিষ্ণুতা’র পরিবেশ গড়ে উঠেছে বলে গত সোমবার নিজের জন্মদিনে মন্তব্য করেছিলেন শাহরুখ খান। জানান, প্রতিবাদ জানাতে প্রয়োজনে পদ্মশ্রী ফেরাতেও রাজি আছেন তিনি। এর পরেই বলিউড বাদশার বিরুদ্ধে খড়্গহস্ত হন বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় শাহরুখকে দেশদ্রোহী আখ্যা দিয়ে মন্তব্য করেছিলেন, ‘১৯৯৩ সালে যখন মুম্বই বিস্ফোরণ হয় কিংবা ২০০৮ সালে জঙ্গিরা মুম্বইতে হামলা চালিয়েছিল তখন শাহরুখ কোথায় ছিলেন?’
অন্য দিকে, এ দিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস। সেখানে দলীয় নেতা আনন্দ শর্মা বলেন, ‘‘প্রধানমন্ত্রীর প্রচ্ছন্ন মদতে তাঁর অনুগামীরা দেশ জুড়ে এই অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করেছে।’’
হাফিজ-শাহরুখে ফারাক নেই বলে ছবি বয়কটের হুমকি আদিত্যনাথের