Jyotiraditya Scindia

সেই কংগ্রেস আর নেই, বিজেপিতে যোগ দিয়ে সিন্ধিয়া

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মার্চ ২০২০ ১৪:১৭
Share:

বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য। ছবি: পিটিআই।

বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেটাও পূর্ণ হল। বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন দীর্ঘদিনের কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং শীর্ষ স্তরের নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। জ্যোতিরাদিত্যকে পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান নড্ডা।

Advertisement

এ দিন সকাল থেকেই জ্যোতিরাদিত্যর বাসভবনের সামনে ছিল সমর্থকদের ভিড়। প্রথমে ঠিক ছিল দুপুর সাড়ে ১২টা নাগাদ বিজেপিতে যোগ দেবেন জ্যোতিরাদিত্য। কিন্তু পরে এই পিছিয়ে যায়। আগেই তাঁর বাসভবনে পৌঁছে গিয়েছিলেন বিজেপি নেতা জাফর ইসলাম। দুপুর ২টো নাগাদ জ্যোতিরাদিত্যকে সঙ্গে নিয়ে বিজেপির সদর দফতরের উদ্দেশে রওনা দেন জাফর। জ্যোতিরাদিত্যের যোগদান পর্বকে ঘিরে বিজেপির দফতরে সকাল থেকেই ছিল সাজ সাজ রব।

বিজেপিতে যোগ দিয়ে জ্যোতিরাদিত্য বলেন, কংগ্রেসে থেকে মানুষের সেবা করতে পারছিলাম না।কিন্তু এই সুযোগ করে দিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নড্ডারা। তাঁদের সকলকে ধন্যবাদ।” কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এর পরই তাঁর মন্তব্য, “কংগ্রেস এখন আর আগের মতো নেই। বাস্তবটাকে অস্বীকার করেছেন কংগ্রেস নেতৃত্ব।”

Advertisement

মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন জ্যোতিরাদিত্য। সঙ্গে ছিলেন অমিত শাহ। প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। ইস্তফাপত্র পাঠিয়ে দেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গাঁধীর কাছে। দল থেকে ইস্তফা দেওয়ার পর কংগ্রেস পাল্টা বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, জ্যোতিরাদিত্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

যা বললেন জ্যোতিরাদিত্য

• মোদীজি, অমিত শাহজি এবং বিজেপির হাজার হাজার সমর্থকের দেখানো পথে আমি চলব।

• সত্যের পথ নিলেই তাঁকে টার্গেট করা হচ্ছে।

• প্রতিশ্রুতি পালনে ব্যর্থ মধ্যপ্রদেশ সরকার।

• আমি ভাগ্যবান যে মোদীজি, নড্ডাজি আমাকে জনসেবা করার সুযোগ দিচ্ছেন।

• আজ কৃষকরা হতাশ, যুবরা হতাশ, রোজগার নেই মধ্যপ্রদেশে।

• বাস্তবকে অস্বীকার করেছেন কংগ্রেস নেতৃত্ব।

• কংগ্রেসে থেকে মানুষের সেবা করতে পারছিলাম না।

• কংগ্রেস এখন আর আগের মতো নেই।

• ১০ মার্চ ২০২০। দ্বিতীয় দিন। জীবনে নতুন পরিকল্পনা, নয়া মোড় এসেছে এই দিনে।

• আমার জাবনে দুটো তারিখ খুব গুরুত্বপূর্ণ। প্রথম তারিখ ৩০ সেপ্টেম্বর ২০০১। এই দিন বাবাকে হারিয়েছিলাম। জীবন বদলের দিন ছিল সেটা।

• ধন্যবাদ নড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে। ওঁরা আমাকে বিজেপি পরিবারে আমন্ত্রণ জানিয়েছেন।

যা বললেন জেপি নড্ডা

• আজ খুব খুশির দিন: নড্ডা

• রাজমাতা জনসঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন: নড্ডা

• জেপি নড্ডার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য। তাঁকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে স্বাগত জানান নড্ডা-সহ উপস্থিত বিজেপি নেতারা।

• জ্যোতিরাদিত্যর বিজেপির যোগদান অনুষ্ঠানে নেই অমিত শাহ। জেপি নড্ডা-সহ বিজেপির শীর্ষ স্তরের নেতারা সেখানে রয়েছেন।

• মধ্যপ্রদেশের কংগ্রেস দফতর থেকে জ্যোতিরাদিত্যর নেমপ্লেট খুলে দেওয়া হল।

• সিন্ধিয়াকে আক্রমণ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত বলেন, “এ রকম সুবিধাবাদীর আরও আগে দল ছাড়া উচিত ছিল। ১৮ বছর ধরে কংগ্রেস ওঁকে অনেক সুযোগ দিয়েছে।”

• বিজেপি সূত্রে খবর, অমিত শাহ এবং জেপি নড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন তিনি।

• বিজেপির সদর দফতরে পৌঁছলেন জ্যোতিরাদিত্য।

• দিল্লির বাসভবন থেকে বিজেপির সদর দফতরের উদ্দেশে রওনা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement