National News

লোহার জাল কেটে ৩৪ জন অপরাধী পালাল জেল থেকে!

লোহার জাল কেটে বিহারের মুঙ্গের জেল থেকে পালাল ৩৪ জন অপরাধী। ঘটনাটি ঘটেছে রবিবার।কারা কর্তৃপক্ষ সূত্রে খবর, জেলে এই মুহূর্তে অপরাধীর সংখ্যা ৮৬ জন। তারমধ্যে ৩৪ জন পলাতক। এর মধ্যে কেউ ধর্ষণ, কেউ আবার খুনের অপরাধে সাজাপ্রাপ্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭ ১৭:১৫
Share:

—প্রতীকী ছবি।

একেবারে সিনেমার গল্পের মতোই পুলিশকে ঘোল খাওয়াল নাবালক ‘দাগী’ অপরাধীরা।

Advertisement

লোহার জাল কেটে বিহারের মুঙ্গের জেল থেকে পালাল ৩৪ জন অপরাধী। ঘটনাটি ঘটেছে রবিবার।কারা কর্তৃপক্ষ সূত্রে খবর, জেলে এই মুহূর্তে অপরাধীর সংখ্যা ৮৬ জন। তারমধ্যে ৩৪ জন পলাতক। এর মধ্যে কেউ ধর্ষণ, কেউ আবার খুনের অপরাধে সাজাপ্রাপ্ত। পালিয়ে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে অবশ্য ১২ জন ফিরে আসে। বাকিদের এখনও খোঁজ পাওয়া যায়নি।

মুঙ্গের পুলিশ প্রধান আশিস ভারতী সংবাদ সংস্থা এএফপিকে জানান, রাতের অন্ধকারে জানলার লোহার গ্রিল এবং লোহার দরজা কেটে পালিয়েছে ওই দুষ্কৃতীরা। এদের মধ্যে বেশ কয়েকজনের শীঘ্রই শুনানি শুরু হওয়ার কথা ছিল।

Advertisement

আরও পড়ুন: হাত মেলালেও নাকি ছড়ায় এড্‌স! বলছে সরকারি বিজ্ঞাপন

কিন্তু কী ভাবে ঘটল এমন ঘটনা?

কড়া নিরাপত্তা স্বত্বেও কী ভাবে পালিয়ে গেল এতজন অপরাধী?মুখে কুলুপ কারা কর্তৃপক্ষের। গোটাঘটনাটির তদন্তে নেমেছে মুঙ্গের পুলিশ।

আরও পড়ুন: গাজার ছবিই রাষ্ট্রপুঞ্জে অস্ত্র পাকিস্তানের

২০১৫-তেও এমনই ঘটনার সাক্ষী হয়েছিল বিহার। সেই সময় বিছানার চাদর পর পর জুড়ে দেওয়াল ডিঙিয়ে জেল থেকে পালিয়েছিল প্রায় ১০০ জন অপরাধী। ফের একই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখাল দিন বদলালেও অবস্থায় খুব একটা বদলায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement