Journalist Killed

উত্তরপ্রদেশে সাংবাদিককে কুপিয়ে খুন! চলল গুলিও, বন্ধুকে বাঁচাতে গিয়ে জখম বিজেপি নেতা

পুলিশ জানিয়েছে, দিলীপ এবং শহিদকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাঁদের কানপুরের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় দিলীপের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৪:৪৫
Share:

নিহত সাংবাদিক দিলীপ সাইনি। — ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় এক সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হলেন তাঁর বন্ধু। তিনি বিজেপির সংখ্যাগরিষ্ঠ শাখার নেতা বলে পরিচিত। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিলীপ সাইনি। তাঁর বয়স ৩৮ বছর। অভিযুক্তেরা তাঁর পূর্ব পরিচিত বলেই মনে করছে পুলিশ। তাঁদের খোঁজ চালানো হচ্ছে।

Advertisement

দিলীপকে বাঁচাতে গিয়ে আক্রান্ত তাঁর বন্ধু শহিদ খান এখন হাসপাতালে ভর্তি। তিনি পুলিশকে বলেছেন, ‘‘বুধবার রাতে আমরা ঘরে বসে এক সঙ্গে খাচ্ছিলাম। তখন দিলীপের কাছে একটি ফোন আসে। আচমকা দরজা খুলে ঘরে ঢুকে আসে হামলাকারীরা। তারা দিলীপকে কোপাতে শুরু করে। আমি বাধা দিতে গেলে আমাকেও কোপ মারে। এর পর গুলিও চালায় তারা। যদিও কারও গায়ে লাগেনি।’’

পুলিশ জানিয়েছে, দিলীপ এবং শহিদকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাঁদের কানপুরের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় দিলীপের। শহিদের চিকিৎসা চলছে। ফতেহপুর পুলিশের প্রধান ধবল জয়সওয়াল বলেন, ‘‘দিলীপ সাইনিকে কোপানো হয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, দিলীপ অভিযুক্তদের চিনতেন। তাঁদের সঙ্গে কিছু নিয়ে ঝামেলা হয়েছিল। আমরা মামলা দায়ের করেছি। তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement