উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরিয়ে গিয়েছে। অনেকেই এখনও পর্যন্ত ঠিকমতো ভেবে উঠতে পারছে না পাশ করার পর কি করবে? জেনারেল কোর্স পড়বে না প্রফেশনাল কোর্সে ভর্তি হবে? অভিভাবকদের অবস্থাও তথৈবচঃ।
এখন এমন একটি কোর্সে ভর্তি হতে হবে যেটা শেষ করার পর চাকরি পাওয়া যাবে অনায়াসে। কিন্তু কোভিড অতিমারির পর কমে আসছে চাকরির সুযোগ। অন্যদিকে চাকরির চিন্তায় অসহায় ছেলেমেয়েদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কারণ চাকরির থেকে চাকরির আবেদনকারীর সংখ্যা অনেক বেশি। সাধারণ উচ্চমাধ্যমিক পাশ, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা চাকরির আশা প্রায় ছেড়েই দিয়েছে। এই রকম প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষার্থীরদেরকে একটি সফল কেরিয়ারের ভাবনা এবং চাকরির স্বপ্ন দেখানো আজকের দিনে অবাস্তব বলে মনে হতেই পারে। কারণ সফল কেরিয়ার গড়তে চাই প্রফেশনাল শিক্ষা। আর সঠিক প্রফেশনাল শিক্ষাই সফল কেরিয়ার গড়ে দেয়। অর্থাৎ ভাল একটি চাকরি হাতের মুঠোয় এনে দেয়। সেই কারণেই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা প্রফেশনাল কোর্সে ভর্তি হতে বেশি আগ্রহ দেখাচ্ছে।
কারণ যে কোনও প্রফেশনাল কোর্সের শেষে চাকরির সুযোগ অনেক বেশি থাকে। প্রফেশনাল কোর্স ছাড়া চাকরি পাওয়া খুবই কঠিন। একটি বিশেষ সমীক্ষায় দেখা গিয়েছে উচ্চমাধ্যমিক পাশ করা ৬০% ছেলেমেয়ে প্রফেশনাল কোর্স পড়ার আগ্রহী।অনেক ছেলেমেয়ে এমন আছে যারা স্বপ্ন দেখে প্রফেশনাল কোর্স পাশ করে দেশে ও বিদেশে চাকরি করবে। কিন্তু সেই স্বপ্নটাকে সম্পূর্ণরূপে পূরণ করার জন্য ছাত্রছাত্রীদের সবার আগে কী কী জেনে নিতে হবে সেটাই হল মূল বিষয়।
সর্বপ্রথম ছাত্রছাত্রীদের জানতে হবে যে বিষয় নিয়ে তারা পড়াশুনা করতে চায়, তার চাহিদা চাকরির বাজারে কেমন? পড়াশোনার খরচ কত? যেখানে পড়বে তার পরিকাঠামো কেমন? সাধারণ উচ্চমাধ্যমিক পাশ, স্নাতক ছেলেমেয়েরা চাকরির আশা প্রায় ছেড়েই দিয়েছে। এই রকম প্রতিকূল পরিস্থিতিতে ছাত্রছাত্রীকে একটি সফল কেরিয়ারের ভাবনা এবং চাকরির স্বপ্ন দেখানো আজকের দিনে অবাস্তব বলেই মনে হবে। সেই চিন্তা বা সংশয় অনেক দূরে সরিয়ে দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের সাফল্য।
এখানকার শিক্ষকমণ্ডলীর অক্লান্ত পরিশ্রম, বিশেষ শিক্ষা পদ্ধতি এবং উন্নতমানের পরিকাঠামো, শান্ত শিক্ষার পরিবেশ ছাত্রছাত্রীদের জীবনে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট পূর্ব ভারতের ম্যানেজমেন্ট শিক্ষার মানচিত্রে একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। গত ১৭ বছর ধরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের থেকে হোটেল ম্যানেজমেন্ট পাশ করে ছেলেমেয়েরা ভারত সহ কানাডা, ইতালি, দুবাইতে চাকরি করছে। সেই কারণেই হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের কাছে প্রাথমিক পছন্দ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট।
সল্টলেকের সেক্টর ফাইভে রয়েছে দু’টি কলেজ ক্যাম্পাস রয়েছে। সম্প্রতি আরও একটি নতুন ক্যাম্পাসের শিলান্যাস হয়েছে কলকাতার নিউটাউনে। সদ্য উচ্চমাধ্যমিক পাশ করা এবং স্নাতক ছাত্রছাত্রীরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টে হোটেল, হসপিটাল এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের ব্যাচেলর ডিগ্রি ও মাস্টার ডিগ্রি পড়তে পারবে। এখানে যে সকল ছাত্রছাত্রীরা পাশ করে তারা ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পেয়ে যায় অনায়াসে।
ফোন: 9007880268 9051475838
ওয়েবসাইট: www.indianihm.com
এই প্রতিবেদনটি ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট’-এর সঙ্গে যৌথ উদ্যোগে প্রকাশিত।