রামনবমীতে জেএনইউ এর দু’টি ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে আমিষ খাওয়া নিয়ে সংঘর্ষ ছবি: পিটিআই
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর ক্যাম্পাসে অশান্তি ছড়ানোর অভিযোগে সোমবার সকালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র ‘অজ্ঞাতপরিচয়’ কিছু সদস্যের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
রবিবার রাতে জেএনইউয়ে বাম-বিজেপি ছাত্র সংঘর্ষে আহত হন ছয় পড়ুয়া। হস্টেল মেসের সহকর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১, ৫০৬, ৫০৯ এবং ৩৪ নং ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। এবিভিপি-র ছাত্ররাও থানায় এফআইআর করবেন বলে শোনা যাচ্ছে।
সূত্রের খবর, সোমবারই বাম দলের ছাত্র ইউনিয়নের সদস্যরা দিল্লি পুলিশের সদর দফতরের সামনে দুপুর ২টোর সময় বিক্ষোভ দেখাবেন।
রামনবমীতে জেএনইউ এর দু’টি ছাত্র সংগঠনের সদস্যরা কাবেরী হস্টেলে আমিষ খাওয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। জেএনইউ ছাত্র ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষ অভিযোগ করেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা তাঁদের আমিষ খেতে বাধা দেন। বহু পড়ুয়া সদস্য এই ঘটনায় আহত হন।