শিক্ষা নীতি নিয়ে সরব জেএনইউ শিক্ষকেরা

কেন্দ্র এবং জেএনইউ প্রশাসন কার্যত হাত মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রশ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও অভিযোগ তুললেন শিক্ষক সংগঠন জেএনইউটিএ-র সদস্যরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ০০:৪১
Share:

ছবি: সংগৃহীত।

সরকারি ব্যয়ে সকলের জন্য শিক্ষার লক্ষ্য থেকে সরে এসে পড়াশোনার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার ‘ফেলো কড়ি মাখো তেল নীতি’ নিয়েছে বলে অভিযোগ তুলল জেএনইউ-এর শিক্ষক সংগঠন। তাদের বক্তব্য, এর সঙ্গে সরকারের ভ্রান্ত নীতি এবং হিন্দুত্বের আদর্শ নিয়ে প্রশ্ন তোলার জায়গাগুলিকেই দুরমুশ করার চেষ্টা চলছে।

Advertisement

কেন্দ্র এবং জেএনইউ প্রশাসন কার্যত হাত মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রশ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও অভিযোগ তুললেন শিক্ষক সংগঠন জেএনইউটিএ-র সদস্যরা। জয়তী ঘোষ, অভিজিৎ পট্টনায়ক, আয়েষা কিদওয়াই থেকে শুরু করে সুরজিৎ মজুমদার— সকলেরই দাবি, জেদ ধরে থাকা সরকার আর পড়ুয়াদের মন বুঝতে না-পারা উপাচার্য কথা বলার ক্ষেত্রে কিছুটা নমনীয় হলে, এই অচলাবস্থা মিটে যেতে পারত অনেক আগেই। তার মধ্যেই এ দিন জেএনইউ-এর উপাচার্য অভিযোগ করেন, তাঁকে হেনস্থার চেষ্টা করেছে ছাত্ররা। যদিও ছাত্র সংগঠনের দাবি, উপাচার্য মিথ্যা বলছেন। বরং ফি-বৃদ্ধি নিয়ে প্রশ্নের উত্তর না দিয়ে পালানোর সময়ে তাঁর গাড়ির ধাক্কায় কয়েক জন ছাত্র আহত হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement