চিন্তায় জেএনইউয়ের ধর্মঘটীরা

জেএনইউয়ের প্রাক্তনী আর সুব্রহ্মণ্যমকে উচ্চশিক্ষা সচিবের পদ থেকে আজ বদলির কথা ঘোষণা করেছে কেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:৪৭
Share:

ছবি: রয়টার্স।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের উচ্চশিক্ষা সচিবের ‘আচমকা’ বদলি কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ধর্মঘটী পড়ুয়াদের। তাঁদের আশঙ্কা, সচিবের বদলি জেএনইউয়ের জট-কাটানোর প্রক্রিয়ায় প্রভাব ফেলবে।

Advertisement

জেএনইউয়ের প্রাক্তনী আর সুব্রহ্মণ্যমকে উচ্চশিক্ষা সচিবের পদ থেকে আজ বদলির কথা ঘোষণা করেছে কেন্দ্র। তিনি সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের সচিব হচ্ছেন। সূত্রের খবর, এই নির্দেশিকা আসার মিনিট দশেক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন সুব্রহ্মণ্যম। পড়ুয়াদের একাংশের অভিযোগ, কেন্দ্র এক দিকে দ্রুত জেএনইউ-জট কাটানোর কথা বলছে। অন্য দিকে, বদলি করে দেওয়া হচ্ছে উচ্চশিক্ষা সচিবকে। তাঁদের আশঙ্কা, এই সিদ্ধান্তের ফলে সমাধান সূত্র খুঁজতে আরও দেরি হবে। পড়ুয়াদের একাংশের প্রশ্ন, নতুন সচিবও একই ভাবে পড়ুয়াদের কথা শুনবেন তো? নতুন করে আলোচনা শুরু করতে হলে, সমাধান বিলম্বিত হতে পারে বলেও অনেকের আশঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement