মুখোশ পরা কাপুরুষেরা হামলা চালিয়েছে জেএনইউ-তে, বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ছবি: পিটিআই।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে মুখোশধারী গুন্ডাদের হামলার ঘটনাকে ২৬/১১-র মুম্বই জঙ্গিহানার সঙ্গে তুলনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাঁর মতে, জেএনইউ-এ তাণ্ডব চালিয়েছেন কিছু মুখোশ পরা কাপুরুষ। সেই সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের এককালের শরিক তথা শিবসেনা প্রধানের পরামর্শ, ‘‘আমাদের যুবসমাজ ভীত হলেও কাপুরুষ নয়। তাঁদের উস্কানি দিয়ে বোমায় অগ্নিসংযোগ করবেন না।’’
জেএনইউ-এ তাণ্ডবের ঘটনাকে ইতিমধ্যেই তীব্র ধিক্কার জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে ‘ফ্যাসীবাদীদের সার্জিক্যাল স্ট্রাইক’ বলে আখ্যা দিয়েছেন তিনি। মমতার মতোই কড়া ভাষায় এর নিন্দা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সোমবার তিনি বলেন, ‘‘জেএনইউ-এর পড়ুয়াদের উপর হামলার ঘটনা নিয়ে টিভি রিপোর্টগুলি রবিবার রাতে দেখছিলাম। মুম্বইয়ে ২৬/১১-র জঙ্গি হামলার ঘটনা মনে পড়ে যাচ্ছিল।’’ গত কাল যে ভাবে একের পর এক হস্টেলে ঢুকে লোহার রড, লাঠিসোঁটা, পাথর নিয়ে হামলা চালিয়েছেন মুখোশধারী গুন্ডারা, তাতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ নিয়ে আশঙ্কা ব্যক্ত করেছেন উদ্ধব। তাঁর মতে, ‘‘পড়ুয়ারা এ দেশে নিজেদের অসুরক্ষিত মনে করছেন।’’
এই হামলায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর ছাত্র সংগঠন এবিভিপি-র নাম জড়িয়েছে। তবে সে অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোটা ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করতে দিল্লি পুলিশকে অনুরোধ করেছেন উদ্ধব। তিনি বলেন, ‘‘আমরা জানতে চাই ওই মুখোশের আড়ালে কারা ছিলেন? যাঁরা মুখোশ পরে এসেছিলেন, তাঁরা আসলে কাপুরুষ। তাঁদের সাহস থাকলে খুল্লামখুল্লা আসতেন। এ ধরনের কাপুরুষতা মেনে নেওয়া যায় না।’’
আরও পড়ুন: ‘হিন্দুত্ববাদী গুন্ডাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব’
আরও পড়ুন: হামলার আগের মুহূর্তে ছাত্রনেতার ছবি প্রকাশ্যে, জোরাল হচ্ছে এবিভিপি যোগ
আরও পড়ুন: জেএনইউ কাণ্ডের আঁচে উত্তপ্ত বাংলাও, গোটা রাজ্যে দিনভর বিক্ষোভ
জেএনইউ-হামলার পর দেশের অন্যান্য প্রান্তের মতো প্রতিবাদে শামিল হয়েছেন মহারাষ্ট্রের পড়ুয়ারা। তবে তাঁদের প্রতি কোনও হামলার আঁচ আসবে না বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। উদ্ধবের হুঁশিয়ারি, ‘‘মহারাষ্ট্রে এ রকম (জেএনইউ-হামলার মতো ঘটনা) কিছু হলে, তা সহ্য করব না।’’