বাঘের খাঁচায় মৃত্যু। ছবি টুইটার থেকে সংগৃহীত।
বাঘের খাঁচায় ঢোকার পরিণামে জীবন দিতে হল এক অজ্ঞাতপরিচয় যুবককে। বুধবার রাঁচীর ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্কের বাঘের খাঁচায় হঠাৎই ঢুকে পড়েছিলেন ওই যুবক। সেখানে ‘অনুষ্কা’ নামের এক বাঘিনীর আক্রমণে মৃত্যু হয় তাঁর।
সেই চিড়িয়াখানার কর্মী রামজিত জানিয়েছেন, ওই যুবক গাছের উপর চড়ে বসেছিলেন। সেখান থেকে তিনি হঠাৎ পড়ে যান অনুষ্কার খাঁচায়। সঙ্গে সঙ্গে তাঁকে আক্রমণ করেন অনুষ্কা। চিড়িয়াখানার কর্মীরা চেষ্টা করেও বাঘিনীর কবল থেকে ওই যুবককে উদ্ধার করতে পারেননি।
কী ভাবে ঘটল সেই ঘটনা, তা জানতে চিড়িয়াখানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ওই যুবক একা এসেছিলেন, না তাঁর সঙ্গে কেউ ছিলেন সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। যদিও ওই যুবকের পরিচয় নিশ্চিত ভাবে জানা যায়নি। তাঁর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: স্ত্রীকে খুনের অভিযোগে খাটতে হয়েছিল জেল, সাত বছর পর খোঁজ মিলল ‘মৃত’ স্ত্রীর!
আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী বলবেন, অমিত কে জানিই না!’