পূজা সিঙ্ঘলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বার্তা হেমন্ত সোরেনের ফাইল চিত্র।
ঝাড়খণ্ডের ধৃত আইএএস পূজা সিঙ্ঘলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বুধবার রাতে তিনি বলেন, ‘‘এ বিষয়ে আমাদের সরকার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে।’’
কেন্দ্রের মনরেগা প্রকল্পের তহবিল তছরুপের অভিযোগে ঝাড়খণ্ডের খনিসচিব পূজার বিরুদ্ধে তদন্ত করছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত দু’দিন ধরে জেরার পর বুধবার তাঁকে গ্রেফতার করা হয়।
মনরেগা প্রকল্পের অর্থ তছরুপ মামলায় প্রায় এক দশক ধরে তদন্ত চলছে। তবে এই মামলায় পূজার নাম প্রকাশ্যে আসে সম্প্রতি। তদন্ত চলাকালীন ২০০০ ব্যাচের আইএএস ক্যাডার পূজার ১৫০কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে বলে ইডি-র দাবি।
গত ৬ মে পূজার স্বামী অভিষেক ঝার ঘনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুমন কুমারের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। বস্তুত, সে দিন ঝাড়খণ্ড, বিহার, দিল্লি, পশ্চিমবঙ্গ এবং পঞ্জাব-সহ দেশের ১৮টি জায়গায় পূজা এবং তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে নগদ ১৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি।
২০০৯-’১০ সালে খুঁটির অতিরিক্ত জেলাশাসক হিসেবে মনরেগা প্রকল্পের দায়িত্বে ছিলেন পূজা। সে সময় তিনি বেআইনি ভাবে কমিশন বাবদ বিপুল অর্থ উপার্জন করেছিলেন বলে দাবি ইডি-র।