ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং ভারতে ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স ইলিস। নিজস্ব চিত্র।
ঝাড়খণ্ড সরকারের সঙ্গে ব্রিটিশ সরকারের মউ চুক্তি সাক্ষর হল। এই চুক্তির ফলে ঝাড়খণ্ড থেকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, সংখ্যালঘু এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মেধাবী পড়ুয়ারা ব্রিটেনের শিক্ষপ্রতিষ্ঠানে বিনামূল্যে পড়ার সুযোগ পাবে। মঙ্গলবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং ভারতে ব্রিটেনের হাইকমিশনার অ্যালেক্স ইলিস— দু’জনেই ‘চেভেনিং মারাং গোমকে জয়পাল সিংহ মুন্ডা স্কলারশিপ স্কিম’-এর মউ সাক্ষর করেন।
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, সংখ্যালঘু এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মোট ২৫ জন মেধাবী পড়ুয়াকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে পাঁচ জনের বৃত্তির খরচ যৌথ ভাবে বহন করবে রাজ্য সরকার এবং ব্রিটিশ সরকার।
মঙ্গলবার রাঁচিতে মউ সাক্ষর অনুষ্ঠানে ভারতে ব্রিটেনের হাইকমিশনার অ্যালেক্স বলেন, ‘‘শিক্ষাখাতে বিনিয়োগ আমাদের শিশুদের প্রতি সবচেয়ে মহার্ঘ উপহার হতে পারে। আমরা উচ্ছ্বসিত, মুখ্যমন্ত্রী হেমন্ত এবং অন্যান্যদের সহায়তায় আমরা তা করতে সফল হয়েছি।’’
শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বলেন, ‘‘ঝাড়খণ্ডের যুব সম্প্রদায়ের কাছে আরও বেশি সুযোগ এনে দিতেই এই পদক্ষেপ। শিক্ষার নিরিখে ঝাড়খণ্ড দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্যগুলির অন্যতম। এই ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে। সে জন্যই এই ধরনের উদ্যোগ। অর্থের অভাবে যাতে মেধাবী পড়ুয়াদের পড়া মাঝপথে বন্ধ না হয়, তা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।’’