Hemant Soren

আবার ইডির সমন অ-বিজেপি রাজ্যে! ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্তকে এ বার তলব

দিন কয়েক আগেই সঙ্কটের মুখে পড়েছিল এই ঝাড়খণ্ডের সরকার। হেমন্ত সোরেনের নেতৃত্বাধানী সরকার পড়ার উপক্রম হয়েছিল। তার আগে এই ঝাড়খণ্ডের তিন বিধায়কের কাছ থেকে উদ্ধার হয় বিপুল টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

রাঁচী শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ১০:৩০
Share:

হেমন্ত সোরেনের বিরুদ্ধে দু’টি দুর্নীতি মামলা দায়ের হয়েছিল। ফাইল চিত্র।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর্থিক দুর্নীতিতে নজরদারি চালানো এই সংস্থা নোাটিসে জানিয়েছে, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী হেমন্তকে ইডির রাঁচীর অফিসে সশরীরে হাজিরা দিতে হবে। ঝাড়খণ্ডের একটি খনি-দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের তদন্ত করছিল ইডি সেই মামলার সূত্রেই ডেকে পাঠানো হয়েছে হেমন্তকে।

Advertisement

সেপ্টেম্বরেই বড় ধরনের রাজনৈতিক সঙ্কট কাটিয়ে উঠেছে হেমন্তের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা ঝাড়খণ্ডের জোট সরকারের প্রধান হেমন্ত তাঁর ৩১ জন বিধায়ককে রাজ্য থেকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন সরকার বাঁচাতে। আশঙ্কা ছিল, এই বিধায়কদের আর্থিক প্রলোভন এবং অন্যান্য বিষয়ে চাপ দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। কিন্তু মোক্ষম সময়ে সেই চেষ্টা আটকে সরকার বাঁচিয়েছিলেন হেমন্ত। সেই সময়েই রাঁচী হাই কোর্টে হেমন্তের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। যার তদন্ত শুরু করে ইডি। বুধবার ওই মামলার সূত্রেই ডেকে পাঠানো হয়েছে হেমন্তকে।

প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে অবিজেপি রাজ্যগুলির শাসক দলের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছিল। এই তালিকায় পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরল ছিল। এবার স্বয়ং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছল ইডির সমন।

Advertisement

উল্লেখ্য, গত অগস্টে এই ঝাড়খণ্ডেরি তিন বিধায়ক বিপুল নগদ অর্থ-সহ ধরা পড়েছিলেন পশ্চিমবঙ্গের হাওড়ার পাঁচলায়। ওই টাকা বিধায়ক কেনাবেচার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলেও অভিযোগ উঠেছিল ধৃতদের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement