জামিয়ায় পরীক্ষা স্থগিত রাখার দাবি করেছিলেন প্রতিবাদীরা। ছবি: পিটিআই।
আন্দোলনরত পড়ুয়াদের দাবি মেনে ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়া সিমেস্টার পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল জামিয়া মিলিয়া ইসলামিয়া। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং ডিনদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য নাজমা আখতার। একই সঙ্গে, মঙ্গলবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে উচ্চশিক্ষা সচিব অমিত খারের সঙ্গে দেখা করেছেন তিনি। সোমবার ক্যাম্পাসে কী ঘটেছিল, তা জানানোর পাশাপাশি ১৫ ডিসেম্বর লাইব্রেরিতে পুলিশের চড়াও হওয়া নিয়ে তদন্ত শুরুর আর্জিও ফের জানিয়েছেন তিনি।
গতকাল জামিয়ার গেটে জোর করে ঢুকে উপাচার্যকে ঘেরাও করেন কয়েকশো পড়ুয়া। দিল্লি পুলিশের নামে এফআইআর দায়েরের দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। দাবি ওঠে পরীক্ষা স্থগিত রাখারও। তারপরেই আজকের এই সিদ্ধান্ত। এ ছাড়া, এ দিন ক্যাম্পাসে এসেছিলেন মানবাধিকার কমিশনের চার সদস্য। ১৫ ডিসেম্বর জামিয়া লাইব্রেরিতে কী ঘটেছিল, তার সবিস্তার বিবরণ পড়ুয়াদের কাছে শুনেছেন তাঁরা। অনেকে তা জমা দিয়েছেন লিখিত ভাবেও। ১৬ এবং ১৭ জানুয়ারি ফের এই একই কারণে ওই প্রতিনিধি দলের ক্যাম্পাসে আসার কথা।