এই সেই গাড়ি।
বালিয়াড়ির উপর দিয়ে গাড়ি চালানোর ‘অপরাধে’ এক দম্পতিকে ৫০ হাজার টাকা জরিমানা করল লেহ পুলিশ। তাঁরা ফেসবুকে ওই গাড়ির ছবিও পোস্ট করেন।
রাজস্থানের জয়পুর থেকে লাদাখে ছুটি কাটাতে গিয়েছিলেন ওই দম্পতি। নুব্রা উপত্যকা হুন্ডার গ্রামে বালিয়াড়িতে গাড়ি চালান তাঁরা। পুলিশের কাছে খবর যেতেই তারা ওই দম্পতির গাড়ি আটক করে। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
পুলিশ সূত্রে খবর, ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। লেহ্তে ঘুরতে যাওয়া পর্যটকদের সতর্কবার্তা দেওয়া হয় বালিয়াড়ির উপর কেউ যেন গাড়ি নিয়ে না ওঠেন। কিন্তু সেই সতর্কবার্তাকে উপেক্ষা করেই এই দম্পতি বালিয়াড়িতে উঠেছিলেন।