প্রতীকী ছবি।
জম্মু-কাশ্মীর নিয়ে মোদী সরকারের পদক্ষেপে পাক অধিকৃত কাশ্মীরের কিছু লোক সন্ত্রাসবাদী দলে নাম লেখানোর কথা ভাবছে। এদের কিছু প্রাক্তন জঙ্গি। বাকিরা তাদের সমর্থক। পশ্চিমি একটি সংবাদ সংস্থার অন্তর্তদন্তে উঠে এসেছে এই তথ্য। পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদে ছোট দোকান চালান আলি মহম্মদ। তিন দশক আগে জম্মু-কাশ্মীরে এসেছিলেন জঙ্গি দলে নাম লেখাতে। মোদী সরকারের সিদ্ধান্তে ফের জঙ্গি দলের ভিড়ে ‘অধিকারের লড়াইয়ে’ ঝাঁপাতে চান তিনি। তাঁর হুমকি, ‘‘কিছু ভুলে যাইনি, সব দেখছি। দরকারে সব কাশ্মীরি হাতে অস্ত্র তুলে নেবে।’’
মুজফ্ফরাবাদেরই তনভির-উল-ইসলাম ১৯৯০-এ ছিল তেহরিক-উল-মুজাহিদিনের শীর্ষস্থানীয় নেতা। দিল্লি সেটিকে জঙ্গি সংগঠন বলে চিহ্নিত করে ও তার উপরে নিষেধাজ্ঞা জারি করে। তনভিরের দাবি, সে এবং তার মতো আরও অনেক জঙ্গি নেতা এর পরে সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে সরে এসেছিল। কিন্তু এখন তনভির বলছে, ‘‘আবার অস্ত্র তুলে নিতে হবে।’’ তার দাবি, শুধু সে নয়, ‘আরও অনেকে’ একই কথা ভাবছে।