অসমে ধৃত আইএস জঙ্গি

পুলিশ জানায়, লুইত জামিল জামান, মুকাদির ইসলাম ও রঞ্জিৎ ইসলাম নামে ওই তিন জঙ্গি নাশকতার ছক কষছে বলে জানতে পারে দিল্লি পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ০৩:২৬
Share:

প্রতীকী ছবি।

অসমের গোয়ালপাড়া থেকে তিন আইএস জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি ও অসম পুলিশ। তদন্তকারীদের দাবি, প্রথমে গোয়ালপাড়ার দুধনৈ রাসের মেলা ও পরে দিল্লিতে বিস্ফোরণ ঘটানোর ছক কষছিল ওই জঙ্গিরা। তারা আইএসের বাংলাদেশ মডিউলের সদস্য।

Advertisement

পুলিশ জানায়, লুইত জামিল জামান, মুকাদির ইসলাম ও রঞ্জিৎ ইসলাম নামে ওই তিন জঙ্গি নাশকতার ছক কষছে বলে জানতে পারে দিল্লি পুলিশ। তার পরেই ২৩ নভেম্বর দিল্লি পুলিশের একটি দল গোয়ালপাড়ায় আসে। পুলিশ সূত্রে খবর, স্থানীয় পুলিশের কাছে এই জঙ্গি মডিউল সম্পর্কে খবর ছিল না। গত কাল রাতে গোয়ালপাড়ার একটি হোটেলে হানা দিয়ে ওই তিন জঙ্গিকে গ্রেফতার করে যৌথ দল। ওই তিন জনকে ১২ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। তদন্তকারীদের দাবি, জামিলই এই মডিউলের মূল মাথা। সে স্থানীয় আধার কেন্দ্রের সুপারভাইজার হিসেবে কাজ করছিল। রঞ্জিৎ ছিল কৃষ্ণাই মাছ বাজারের ঠিকা বিক্রেতা। আর মুকাদির ইসলাম বেকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement