—প্রতীকী ছবি।
আইএস (ইসলামিক স্টেটস)-এর ভারত শাখার প্রধান হ্যারিস ফারুকি ওরফে হ্যারিস আজমল ফারুকি ধরা পড়ল অসমের ধুবুড়ি থেকে। সেই সঙ্গে হ্যারিসের ঘনিষ্ঠ সহযোগী রেহান ওরফে অনুরাগ সিংহও ধরা পড়েছে।
ভোটের মুখে অসমের সংখ্যালঘু প্রধান এলাকায় এ ভাবে তাবড় জঙ্গি সংগঠনের মাথার ঘাঁটি গেড়ে থাকার ঘটনা সামনে আসায় জারি হয়েছে সতর্কতা। পুলিশ জানিয়েছে, বাংলাদেশ থেকে গোপনে অসমে প্রবেশ করেছিল হ্যারিস ও রেহান। এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ওই দু’জনের বিষয়ে জানানো হয়েছিল অসম পুলিশকে। বলা হয়েছিল, ভোটের আগে অসমে নাশকতার পরিকল্পনা থাকতে পারে আইএস-এর। তার পরই স্পেশ্যাল টাস্ক ফোর্স নজরদারিতে নামে।
আইজিপি পার্থসারথি মহন্তর নেতৃত্বে এসটিএফ ধুবুড়িতে অভিযান চালিয়ে সীমান্তের কাছাকাছি একটি ধর্মশালা থেকে ওই দু’জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।