বিমান পরিবহণে কি ১০০% বিদেশি লগ্নি

একই সঙ্গে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের বিষয়েও যে মোদী সরকার প্রতিজ্ঞাবদ্ধ, তা স্পষ্ট করে দিয়েছেন বিমানমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ০২:৫৮
Share:

ফাইল চিত্র।

এ বার বিমান পরিবহণ ক্ষেত্রেও বিদেশি লগ্নির দরজা হাট করে দিতে চাইছে মোদী সরকার। বুধবারই খুচরো ব্যবসা, কয়লা খননের মতো ক্ষেত্রে বিদেশি লগ্নির শর্ত শিথিল করে দেওয়া হয়েছে। আজ বিমান পরিবহণ ক্ষেত্রে ১০০% বিদেশি লগ্নির ছাড়পত্র দেওয়ার প্রশ্নে বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, সরকার খোলা মনে এ নিয়ে চিন্তাভাবনা করছে।

Advertisement

একই সঙ্গে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের বিষয়েও যে মোদী সরকার প্রতিজ্ঞাবদ্ধ, তা স্পষ্ট করে দিয়েছেন বিমানমন্ত্রী। প্রশ্ন উঠেছে, এয়ার ইন্ডিয়ার ৯৫% মালিকানা বেচে ভাল দাম পেতেই কি বিমান সংস্থায় ১০০% বিদেশি লগ্নির ছাড়পত্র দেওয়ার কথা ভাবছে মোদী সরকার?

এই প্রশ্নের উত্তর না দিলেও পুরী বলেন, ‘‘সরকার এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণে প্রতিজ্ঞাবদ্ধ। কম সময়ে, যথা সম্ভব বেশি দর পেতে হবে। অনেকেই এয়ার ইন্ডিয়া অধিগ্রহণে উৎসাহী। যারা কিনবে তারা ভাগ্যবান হবে। বেসরকারি সংস্থার নীতি মেনে ব্যবসা চালাতে পারবে।’’ গত মাসে দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেটেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট করে দিয়েছিলেন, সরকার বিমান পরিবহণ ক্ষেত্রে আরও বেশি বিদেশি লগ্নির দরজা খুলতে আগ্রহী। এখন বিদেশি সংস্থাগুলি এ দেশের বিমান সংস্থায় ৪৯% পর্যন্ত লগ্নি করতে পারে। ১০০% বিদেশি লগ্নির ছাড়পত্র দিলে বিদেশি সংস্থাগুলিও এয়ার ইন্ডিয়ার জন্য দর হাঁকতে পারবে।

Advertisement

গত বছর ৫০ হাজার কোটি টাকার ঋণগ্রস্ত এয়ার ইন্ডিয়ার ৭৬% মালিকানা বেচতে গিয়েও ব্যর্থ হয় সরকার। এ বার ৯৫% মালিকানাই বেচতে চাইছে তারা। ক্যাবিনেট সচিবের নেতৃত্বে সচিবদের কমিটি এই বিষয়টি ঠিক করার পরে অমিত শাহর নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অক্টোবরের প্রথম

সপ্তাহেই আগ্রহীদের আহ্বান জানানো হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement