Anubrata Mondal

কেষ্ট জামিন পেলে ধাক্কা তদন্তে: ইডি

দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালতে বিচারক রঘুবীর সিংহের এজলাসে তাঁর মামলার নিরপেক্ষ বিচার হচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন অনুব্রত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৩ ০৭:৫৭
Share:

অনুব্রত মণ্ডল। —ফাইল চিত্র।

বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (ওরফে কেষ্ট) জামিন পেলে গরু পাচার মামলার পুরো তদন্ত প্রক্রিয়াতেই ধাক্কা লাগতে পারে বলে আদালতে দাবি করল ইডি।

Advertisement

দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালতে বিচারক রঘুবীর সিংহের এজলাসে তাঁর মামলার নিরপেক্ষ বিচার হচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন অনুব্রত। বীরভূমের তৃণমূল নেতার দাবি ছিল, অন্য বেঞ্চে মামলা সরানো হোক। আজ রাউস অ্যাভিনিউ আদালতের প্রধান জেলা ও দায়রা বিচারক অঞ্জু বজাজ চাঁদনার এজলাসে মামলার শুনানি হয়। সেখানেই ইডি-র আইনজীবীরা যুক্তি দেন, বেঞ্চ বদলের জেরে অনুব্রত জামিন পেয়ে গেলে গোটা তদন্তে প্রভাব পড়বে।

অনুব্রতের আইনজীবী রেবেকা জন, সম্পৃক্তা ঘোষালদের পাল্টা যুক্তি, বিচারক রঘুবীর সিংহ অনুব্রতের চিকিৎসার ব্যাপারেও কোনও সুরাহার বন্দোবস্ত করছেন না। তিহাড় জেলে বন্দি অনুব্রতের স্বাস্থ্য, চিকিৎসা সংক্রান্ত নথিও তাঁদের হাতে তুলে দেওয়ার আর্জি খারিজ হয়ে গিয়েছে। জামিন এবং অন্যান্য আর্জির যথাযথ শুনানি হয়নি। বিচারক চাঁদনা জানিয়েছেন, ১৭ অগস্ট এ বিষয়ে রায় ঘোষণা করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement