প্রতীকী ছবি।
বাজারে পণ্যের দাম বাড়তে শুরু করেছে কয়েক মাস আগেই। সোমবার সরকারি পরিসংখ্যানে স্পষ্ট হল, মূল্যবৃদ্ধির আঁচে সাধারণ মানুষের জীবনে সঙ্কট আপাতত কাটছে না। কারণ, কারণ, সামগ্রিক ভাবে সামান্য কমলেও খাদ্যপণ্যে মূলবৃদ্ধির হার এখনও যথেষ্টই চড়া।
জাতীয় পরিসংখ্যান দফতর (এনএসও) প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, মে মাসে দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ৭.০৪ শতাংশ। তবে গত এপ্রিলের তুলনায় তা কিছুটা কমেছে। এপ্রিলে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ছিল ৭.৭৯ শতাংশ। চার আগের মাসে ৬.৯৫ শতাংশ।
মূলত খাদ্যপণ্যের চড়া দামের কারণেই খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার নিয়ন্ত্রণে আসছে না বলে বিশেষজ্ঞদের একাংশ বলছেন। সরকারি পরিসংখ্যান জানাচ্ছে, মে মাসে খাদ্যপণ্যের ক্ষেত্রে ৭.৯৭ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটেছে। যার ফল সামগ্রিক ভাবে পড়েছে খুচরো বাজারে। রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে জ্বালানির চড়া দাম চড়লে খুচরো বাজারে তার প্রভাব পড়তে পারে বলে তাঁরা মনে করছেন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।