অমিতাভ বচ্চনের বাংলো-সহ চার জায়গায় বোমা রাখা হয়েছে বলে ভুয়ো ফোন
চার জায়গায় বোমা রাখা রয়েছে বলে মুম্বই পুলিশের কাছে ফোন আসে। তার জেরেই গ্রেফতার হলেন দুই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা দু’জনেই মত্ত অবস্থায় এই ফোন করেছিলেন। শুক্রবার রাতে মুম্বই পুলিশের কাছে ফোন আসে, অমিতাভ বচ্চনের বাংলো, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, বাইকুল্লা, দাদর রেলওয়ে স্টেশনে বোমা রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে চার জায়গায় নিরাপত্তা বাড়িয়ে তদন্তে নামে পুলিশ। গ্রেফতারের পরে সেই দুই ব্যক্তির দাবি, তাঁরা নাকি মুম্বই পুলিশের দক্ষতা ও তৎপরতার পরীক্ষা নিতে চাইছিলেন।
রাত ৯টায় সেই ফোন পাওয়ার পর বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস) এবং ডগ স্কোয়াড নিয়ে বেরিয়ে পড়ে পুলিশ। এক পুলিশ আধিকারিক বলেছেন, ‘‘যে যে জায়গার উল্লেখ করা হয়েছিল, তার আশপাশের সমস্ত থানায় আমরা খবর দিয়েছিলাম। পরে সেই নম্বরে আবার ফোন করার পর বলা হয়, যিনি ফোন করেছিলেন, তিনি এখন খুব ব্যস্ত, বিরক্ত করা যাবে না। শেষে নিজের ফোন বন্ধ করে দেন সেই ব্যক্তি।’’
পরে সেই নম্বরের পিছনে ধাওয়া করে মুম্বইয়ের কল্যাণ সিলপাতা এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার ক্রাইম ইন্টালিজেন্স ইউনিট। পুলিশ সূত্রে জানা যায়, সেই দুই ব্যক্তির বক্তব্য, তাঁরা ‘গাটারি’ উৎসব পালন করছিলেন। তাই মদ খেয়ে ভুয়ো ফোন করার শখ জেগেছিল তাঁদের।
ধৃত দুই ব্যক্তিই পেশায় গাড়ি-চালক। তাঁদের নাম রাজু (৩২) এবং রমেশ (২৮)।