independence day

Independence Day: পাঁচ হাজার জনের মানবশৃঙ্খল, ভারতের মানচিত্র গড়ে বিশ্বরেকর্ড ইনদওরের

ইনদওরে সর্ববৃহৎ মানবশৃঙ্খল গড়ে তৈরি হল ভারতের মানচিত্র। হল বিশ্বরেকর্ডও। শামিল হলেন পাঁচ হাজারেরও বেশি মানুষ।

Advertisement

সংবাদ সংস্থা

ইনদওর শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ২২:৩৪
Share:

ভারতের মানচিত্র তৈরি করেছেন পাঁচ হাজারেরও বেশি স্কুল পড়ুয়া,সাধারণ মানুষ। — ছবি টুইটারের ভিডিয়ো থেকে।

মানবশৃঙ্খল গড়ে তৈরি করা হল ভারতের মানচিত্র। আর তা করে নতুন বিশ্বরেকর্ড গড়ল ইনদওর।

Advertisement

সোমবার ভারতের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছর পূর্তি। সেই উপলক্ষে শনিবার ইনদওরে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। তাতে যোগ দিয়ে ভারতের মানচিত্র তৈরি করেছেন পাঁচ হাজারেরও বেশি স্কুল পড়ুয়া, সমাজকর্মী, সাধারণ মানুষ। মানচিত্রের সীমানায় দাঁড়িয়ে ছিলেন মহিলারা। ইতিমধ্যেই ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে নাম উঠেছে এই অনুষ্ঠানের।

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির প্রধান জ্বালা গুপ্ত বলেন, ‘‘৫,৩৩৫ জন শামিল হন এই উদ্যোগে। গড়ে তোলেন ভারতের মানচিত্র। শুধু মানচিত্রের সীমানাই তৈরি করা হয়নি। মানচিত্রের ভিতরেও মানবশৃঙ্খলের মাধ্যমে তিরঙ্গা এবং অশোক চক্র গড়ে তোলা হয়েছে।’’

Advertisement

স্বাধীনতার ৭৫ বছর উদ্‌যাপনে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে কেন্দ্র। ২০২১ সালের মার্চে শুরু হয়েছে উদ‌্‌যাপন। ৭৫ সপ্তাহ ধরে চলছে। সোমবার চূড়ান্ত পর্ব। সেই উদ্‌যাপনের অঙ্গ হিসেবেই ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান শুরু হয়েছে। এই অভিযানে অংশ নিয়ে দেশবাসী ঘরে ভারতীয় পতাকা উত্তোলনে শামিল হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement