পিটিআইয়ের তোলা প্রতীকী ছবি।
বরফে পা পিছলে জম্মু-কাশ্মীরের (পিওকে) গুলমার্গ থেকে পাক-অধিকৃত কাশ্মীরে পৌঁছে গিয়েছেন এক ভারতীয় সেনা। ওই সেনাকে নিরাপদে দেশে ফেরানোর দাবি জানিয়েছেন তাঁর পরিবার।
দেহরাদূনের আম্বিওয়ালা সৈনিক কলোনির বাসিন্দা রাজেন্দ্র সিংহ নেগী ২০০২ সালে ভারতীয় সেনার ১১ নম্বর গঢ়বাল রাইফেলসে যোগ দেন। গত সপ্তাহে রাজেন্দ্রর স্ত্রীকে সেনার তরফে ফোন করে জানানো হয়, তিনি নিখোঁজ। তার পর থেকেই উদ্বিগ্ন তাঁর পরিবার। সেনা জানিয়েছে, রাজেন্দ্রর খোঁজে তল্লাশি অভিযান শুরু করে তারা। তার পরে জানা যায়, বরফে পা পিছলে পাক-অধিকৃত কাশ্মীরে চলে গিয়েছেন তিনি। ওই সেনাকে নিরাপদে ফেরানোর সব রকম চেষ্টা করা হচ্ছে।